আমেরিকা বিশ্ব ব্যবস্থার জন্য সরাসরি হুমকি এবং তারাই আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির মূল কারিগর বলে মন্তব্য করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মার্কিন ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্টে প্রেসিডেন্ট জো বাইডেন সই করার পর চীনের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হলো।
শনিবার এক বিবৃতিতে চীন বলেছে, আমেরিকা উদ্দেশ্যমূলকভাবে বেইজিংকে হুমকি হিসেবে তুলে ধরছে যাতে সারা বিশ্বে আধিপত্য ধরে রাখার জন্য নিজের সামরিক ব্যয় বাড়ানো যায়।
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল তান কেফেই বলেন, “একথা আরও একবার প্রমাণ হলো যে, আমেরিকা হচ্ছে বিশ্ব ব্যবস্থার জন্য সরাসরি হুমকি এবং তারাই আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির মূল কারিগর।”
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, আমেরিকা বহুবার নিজের স্বার্থে অন্য অনেক দেশের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে অথবা সংঘাত বাঁধিয়ে দিয়েছে যাতে পিপুল সংখ্যক প্রাণহানি ঘটেছে এবং নিরাপরাধ মানুষ উদ্বাস্তু হয়েছে।
গত শুক্রবার আমেরিকা ৮৫৮ বিলিয়ন ডলারের সামরিক বাজেট পাস করেছে যাতে তাইওয়ানের নিরাপত্তা রক্ষার জন্য ১০ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। মার্কিন এই পদক্ষেপকে চীন ধারাবাহিক উসকানির অংশ হিসেবে দেখছে। চীন বলেছে, আমেরিকার এই পদক্ষেপ তাইওয়ান প্রণালী এলাকার শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে অচল করে তুলবে এবং চীন-মার্কিন সামরিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দেবে।