অস্ট্রেলিয়ার সিডনির কোগরার ফ্রাই রিজার্ভ ও মিন্টুতে আজকের ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৭টায় কোগরার ফ্রাই রিজার্ভ–এ প্রথম জামাত শুরু হয়। এবং মিন্টুতে সকাল ৭টা ৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হয়।
কোগরার অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন ইমাম কাজী হাসান। আর মিন্টুতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার আয়োজিতজামাতে ইমামতি করেন হাফেজ আবদুল হাদী তানভির ।
জামায়াত শেষে খুতবা পেশ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে জাতির মঙ্গল কামনা ও সম্প্রতি বৈশ্বিককরোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতদের জন্য দোয়া করা হয়।
নামাজ শেষে দীর্ঘ দুই বছর পর সবাই কোলাকুলিতে মেতে ওঠেন। করোনার পর এবার কোলাকুলি এবং হাতে হাত মেলাতে পেরে সন্তুষ্টিপ্রকাশ করেছেন মুসল্লিরা। ঈদ জামাতে অংশগ্রহণ করতে পেরে আনন্দে উৎফুল্ল প্রবাসী বাংলাদেশিরা।
সিডনির শহরজুড়ে সকাল থেকেই রোদ্রোজ্জ্বল শীত শীত ভাবের আবহাওয়া থাকায় দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঈদেরআনন্দের কোনো কমতি ছিল না।