ইউক্রেনজুড়ে গতকাল শুক্রবার থেকে রুশ বাহিনী ৭৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও ড্রোন হামলা চালিয়েছে। এটি এখন পর্যন্ত ইউক্রেনে চালানো রুশ বাহিনীর সবচেয়ে বড় হামলাগুলোর একটি। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ইউক্রেন বলছে, মধ্য ক্রিভি রিহ শহরের একটি ভবনে রুশ হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া খেরসনে গোলাবর্ষণে আরেকজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, অধিকৃত পূর্ব ইউক্রেনে রুশ কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের গোলাবর্ষণে ১২ জন নিহত হয়েছেন।
এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আরও কয়েকটি বড় ধরনের হামলা চালানোর জন্য রাশিয়ার কাছে পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র রয়েছে। তিনি কিয়েভকে আরও উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার জন্য আবারও পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে, জ্বালানি অবকাঠামোকে কেন্দ্র করে রুশ বাহিনী হামলা চালানোয় ইউক্রেনজুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। এ ছাড়া বিভিন্ন শহরে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ ইউক্রেনারগো বলছে, রুশ বাহিনী যে মাত্রায় হামলা চালিয়েছে, এতে বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনতে আরও সময় লাগবে।
রুশ হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন খেরসন, নিহত ২
এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেনের খেরসন শহরে রুশ হামলায় দুজন নিহত হন। এ ছাড়া বন্দর এলাকার গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ভারী গোলাবর্ষণের ফলে পুরো শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এদিকে, কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের বিভিন্ন এলাকার বিদ্যুৎ অবকাঠামোগুলোতে লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া। এর ফলে তীব্র শীতে উষ্ণতা বা বিদ্যুৎ ছাড়াই জীবনযাপন করছে লক্ষাধিক ইউক্রেনীয়।
গত মাসে খেরসনের নিয়ন্ত্রণ ফিরে পায় ইউক্রেন। ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর খেরসনের নিয়ন্ত্রণ হারানো ছিল মস্কোর সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি।