ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা শহরে রাশিয়ার ড্রোন হামলার পর প্রায় ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থার মধ্যে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন।
জেলেনস্কি বলেন, ওডেসার বিদ্যুৎ স্থাপনায় রাশিয়া ড্রোন হামলা করেছে। এতে অঞ্চলটির ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থার মধ্যে পড়েছে।
এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার দিবাগত রাতে রাশিয়া ইরানের তৈরি ড্রোন দিয়ে চালানো হামলার পর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে ওডেসা। শুধু হাসপাতাল ও প্রসূতি ওয়ার্ডের মতো জরুরি অবকাঠামোয় বিদ্যুৎ সরবরাহ চালু আছে।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণের নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত কৃষ্ণসাগরীয় বন্দর নগরী ওডেসা ইউক্রেনীয় ও রুশদের কাছে জনপ্রিয় পর্যটনকেন্দ্র ছিল। সেখানকার গভর্নর মাকসিম মারচেঙ্কো শনিবার বলেন, রুশ ড্রোন হামলার ফলে অঞ্চলটির প্রায় সব জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হামলার সময় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট দুটি ড্রোন ভূপাতিত করেছে।
ইউক্রেনে রাশিয়ার হামলার ৯ মাস পেরিয়েছে। গত মাস থেকে দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে রাশিয়ার বাহিনী। নভেম্বরে ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে বিদ্যুৎ-ব্যবস্থায় বিপর্যয় নেমে আসে। শহরের প্রায় অর্ধেক মানুষ এখনো বিদ্যুৎহীন।
ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ পরিচালন প্রতিষ্ঠান ইউক্রেনারগোর প্রধান ভলোদিমির কুদরিতস্কি বলেন, সাম্প্রতিক রাশিয়ার হামলায় পুরো ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় বিপর্যয় নেমে এসেছে। আমরা কঠিন একটি সময় পার করছি। তবে দ্রুত মেরামতকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।