মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের রাউতাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই র্যাব সদস্য ও এক পিকআপচালকসহ তিনজন নিহত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন র্যাব সদস্য করপোলাল আনিসুর রহমান (৩৬) ও র্যাব সদস্য ওমর ফারুক (৩৫) এবং পিকআপচালক আলাউদ্দিন। তবে চালকের নাম নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া র্যাব সদস্য নাজমুল হোসেন গুরুতর আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঝিনাইদহ র্যাব-৬-এর একটি টহল দল একটি পিকআকে চেকপোস্টে সিগনাল দেয়। কিন্তু ফেনসিডিলের চালান নিয়ে আসা ওই পিকআপচালক সিগনাল অমান্য করে মাগুরার দিকে ছুটতে থাকে। এ সময় র্যাবের টহল দলটি পিকআপটিকে ধাওয়া করে মাগুরার লাউতাড়া স্থানে পৌঁছলে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই র্যাবের এক সদস্য ও পিকআপ ভ্যানচালক নিহত এবং র্যাবের দুই সদস্য আহত হন।
মাগুরার রামনগর হাইওয়ে থানার এসআই লিয়াকত আলী বলেন, আহতদের হাসপাতালে নেওয়ার পর র্যাবের আরেক সদস্যের মৃত্যু হয়। আহত র্যাবের অন্য সদস্যকে গুরুতর আহতাবস্থায় রাজধানীর সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে।