আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত পাকিস্তানের দূতাবাসে বন্দুক হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট।
আফগানিস্তানে নিযুক্ত শার্জ দ্য অ্যাফেয়ার্স উবাইদ-উর-রেহমান নিজামানিকে হত্যার চেষ্টায় ওই হামলা হয় বলে জানিয়েছে ইসলামাবাদ। শুক্রবার দূতাবাসে ওই হামলার ঘটনায় এক নিরাপত্তারক্ষী গুলিবিদ্ধ হয়েছিলেন।
আফগানিস্তানের শাসনক্ষমতায় থাকা তালেবান জানিয়েছে, কাছাকাছি একটি ভবন থেকে ওই দূতাবাস প্রাঙ্গণ লক্ষ্য করে হওয়া হামলার ঘটনাটি তারা তদন্ত করে দেখছে।
বোববার টেলিগ্রামে ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি চ্যানেলে জঙ্গিগোষ্ঠীটি ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আইএস বলেছে, দূতাবাস প্রাঙ্গণে থাকা নিজামানি ও তার রক্ষীদের লক্ষ্য করেই তাদের দুই সদস্য ‘মাঝারি ও স্নাইপারজাতীয়’ অস্ত্র নিয়ে হামলাটি চালিয়েছিল।
পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার ও দুটি আগ্নেয়াস্ত্র জব্দের কথা জানিয়েছে। হামলায় নিরাপত্তী রক্ষীদের মধ্যে অন্তত একজন আহত হয়েছে এবং ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে, বলেছে আইএস।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইএস যে দূতাবাসে হামলার দায় স্বীকার করেছে, সেই খবরটি দেখেছে তারা। “স্বতন্ত্রভাবে এবং আফগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা এ খবরের সত্যতা যাচাই করে দেখবো,” বলা হয়েছে তাদের বিবৃতিতে। এই হামলা ওই অঞ্চলে জঙ্গি তৎপরতা ও এ সংক্রান্ত ঝুঁকির বিষয়টি মনে করিয়ে দিচ্ছে, বলেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। “এই হুমকিকে পরাস্ত করতে আমাদের অবশ্যই সম্মিলিত শক্তি ও দৃঢ়তার সাথে কাজ করতে হবে,” বলেছে ইসলামাবাদ।