20.7 C
Sydney

খেলাধুলাস্বাগতিক কাতারকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইকুয়েডরের

স্বাগতিক কাতারকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইকুয়েডরের

প্রকাশের তারিখঃ

স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করল ইকুয়েডর। ‘এ’ গ্রুপের ম্যাচের আগাগোড়া অধিপত্য ছিল লাতিন দেশটির। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম কোন স্বাগতিক দল প্রথম ম্যাচে হারের তেতো স্বাদ পেল।

ইকুয়েডর ৪৪, কাতার আছে ৫০ নাম্বারে— ফিফা র‌্যাংকিংয়ের মানদণ্ডে দুদলকে সমশক্তির মনে হবে। কিন্তু র‌্যাংকিংটা যে কেবল একটা সংখ্যা মাত্র সেটা পরিষ্কার হল কিক-অফের পরই। চতুর্থ বিশ্বকাপ খেলা ইকুয়েডর শুরু থেকেই অধিপত্য বিস্তার করে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা কাতারের ওপর।

কোন বিশ্বকাপ আয়োজক দেশই প্রথম ম্যাচ হারেনি— পরিসংখ্যানটা হয়তো ফেলিক্স সানচেজের শিষ্যদের স্নায়ুর পরীক্ষা নিচ্ছিল। রক্ষণে তিনজন, তাদের সুরক্ষা দিতে মাঝমাঠে পাঁচজন; এমন রক্ষণাত্মক কৌশলের পরও নড়বড়ে মনে হচ্ছিল কাতারকে। দলটির নড়বড়ে অবস্থার বহিঃপ্রকাশ পঞ্চম মিনিটেই। সাদামাটা একটা ক্রস পাঞ্চ করতে ব্যর্থ গোলরক্ষক সাদ আল-শিব এ্যানের ভ্যালেন্সিয়াকে যেন হেডের আমন্ত্রণ জানালেন! সে আমন্ত্রণে সাড়া দিয়ে তুর্কির ক্লাব ফেনারবাচ ফরোয়ার্ড গোলও করলেন। ভিডিও এ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) কল্যাণে এ যাত্রায় বেঁচে যাওয়া কাতারকে ভাগ্যবানই বলতে হবে। অফসাইডের কারণে বাতিল হওয়া এ গোল নিয়ে যথেষ্ট বিতর্কের অবকাশ থাকছে— এমনটা বারবার বলছিলেন ধারাভাষ্যকাররা।

১১ মিনিটে ব্রাইটনে খেলা লেফট ব্যাক প্রেটিস এ্যাস্টুপিনানের বিপজ্জনক ক্রস কর্নারের বিনিময়ে ফেরানো গেছে। দুই মিনিট পর ডানদিক থেকে গঞ্জালো প্লাতার ক্রস বুয়ালেম খাউখি ক্লিয়ার করেন। ১৩ মিনিটে গোলরক্ষক আল-শিব বক্সের মধ্যে ভ্যালেন্সিয়াকে ফেলে দিয়ে পেনাল্টির বিপদ ডেকে আনেন, দেখেন আসরের প্রথম হলুদ কার্ড। স্পট-কিক থেকে গোল করে ইকুয়েডরকে প্রত্যাশিত লিড এনে দেন সাবেক এভারটন ফরোয়ার্ড ভ্যালেন্সিয়া (১-০)। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো পেনাল্টি থেকে এলো প্রথম গোলটি। এ গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে ইকুয়েডরের সর্বোচ্চ গোলের মালিক হলেন ৩৩ বছর বয়সি ইকুয়েডরিয়ান। এটি ভ্যালেন্সিয়ার চতুর্থ গোল, আগের সর্বোচ্চ তিন গোল ছিল অগাস্টিন দেলগাদোর।

২৪ মিনিটে উল্লেখ করার মতো আক্রমণ করে স্বাগতিক কাতার; এ প্রচেষ্টা অবশ্য প্রতিপক্ষ দলকে বড় চ্যালেঞ্জর মুখে দাঁড় করাতে পারেনি। ৩১ মিনিটে ডানদিক থেকে বক্সে দারণ এক ক্রস ফেলেন এ্যাঞ্জেলো প্রেসিয়াদো। দুর্দান্ত হেডে বলকে জালে আছড়ে ফেলে আল-বায়েত স্টেডিয়ামের হাজির হওয়া স্বাগতিকদের স্তব্ধ করে দেন সেই ভ্যালেন্সিয়াই (২-০)। ২০১৪ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে এক গোল করা ভ্যালেন্সিয়া হন্ডুরাসের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ে জোড়া গোল করেছিলেন। ইকুয়েডর ২০১৮ বিশ্বকাপ মিস না করলে এ ফরোয়ার্ডের গোলসংখ্যা নিশ্চিতভাবেই বাড়তো।

নড়বড়ে শুরু করা কাতারকে প্রথমার্ধের শেষদিকে আরও ছন্নছাড়া মনে হচ্ছিল। যদিও এসময় আর গোল হজম করতে হয়নি। ওই অবস্থার মাঝেই প্রথমার্ধেরে যোগকরা সময়ে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল স্বাগতিকদের সামনে। ডানদিক থেকে আল-হায়দোস বক্সে দারুণ ক্রস ফেলেছিলেন। ফাঁকায় থাকা ফরোয়ার্ড আল মোয়েজ-আলীর হেড অবশ্য গোল পোস্টের নিশানার বাইরে দিয়ে যায়। বিরতির পর ৫৫ মিনিটে পরিষ্কার সুযোগ পেয়েছিল ইকুয়েডর। এ যাত্রায় গোলরক্ষক আল-শিব দারুণ দক্ষতায় বিপদমুক্ত করেন। ৬২ মিনিটে কাতারের হাসান আল-হাইদুসের প্রচেষ্টা রুখেদেন ইকুয়েডর গোলরক্ষক গালিন্দেজ। ৭৫ মিনিটে আফিফ প্রায় ২৫ গজ দূর থেকে পোষ্টে শট নিলেও তা ক্রসবারের ওপর দিয়ে যায়। ৮৬ মিনিটে মোহাম্মদ মুনতারির প্রচেষ্টা বাইরে গেলে আরেক দফা হতাশ হন স্বাগতিক দর্শকরা।

 

সর্বশেষ

spot_img

জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

ডেইলি মার্ক নিউজে জনপ্রিয়

ভারত-বাংলাদেশের যৌথ অংশগ্রহণে ব্রেমেনে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন

মো. নাজিম উদ্দীন, ব্রেমেন প্রতিনিধি: বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা...

উজবেকিস্তানের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক স্বার্থে উজবেকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ...

প্রধানমন্ত্রী আগামী সেপ্টেম্বরে ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে : মোমেন

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী...

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার সিডনির কোগরার ফ্রাই রিজার্ভ ও মিন্টুতে আজকের ঈদুল ফিতরের...

ডেইলি মার্ক নিউজে সর্বশেষ
Latest

ইসরাইলের হামলায় ১৩ শিশুসহ নিহত ৩০

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা রোববার জানিয়েছে, ফিলিস্তিনি ভূখ-ের উত্তরাঞ্চলে...

ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বাইডেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত...

লেবাননের পূর্বাঞ্চলে ইসরাইলি হামলায় নিহত ৪০

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার প্রধান শহর বালবেকসহ দেশটির...

দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউস ট্রাম্পের

বিশ্বের কোটি কোটি মানুষকে তাক লাগিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে...