বাংলাদেশে সোমবার সন্ধে ছয়টা নাগাদ প্রথম স্থলভাগে ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়লেও ঝড়ের মূল কেন্দ্র উপকূলে আঘাত করে রাত সাড়ে নয়টা দিকে। ঝড়ের দাপটে এখনো পর্যন্ত বাংলাদেশে নয়জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এসব মৃত্যুর মধ্যে কুমিল্লায় তিনজন, ভোলায় দুইজন, সিরাজগঞ্জে দুইজন, নড়াইল ও বরগুনায় একজন করে মারা গেছেন।
রাত সাড়ে নয়টা নাগাদ ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি ভোলার উপর দিয়ে প্রবেশ করে।
ঝড়ের দাপটে চট্টগ্রাম ও বরিশালের একাধিক অঞ্চলে ব্যাপক ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। উপকূলের প্রায় ১৫টি এলাকায় নদী তিন থেকে পাঁচ ফুট উপর দিয়ে বইছে। অনেক জায়গায় বাড়ি ধসে পড়েছে। ভারী বৃষ্টিতে জল জমেছে বহু জায়গায়।
মধ্যরাতে এই ঘূর্ণবায়টির প্রায় সম্পূর্ণই স্থলভাগে উঠে আসার চিত্র দেখা যায় জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের স্যাটেলাইট ছবিতে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক রাত দুইটায় জানিয়েছেন, “ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করেছে। এখন এটি স্থল নিম্নচাপ হিসাবে অবস্থান করছে।”
স্থলভাগে ঘূর্ণিঝড়টির গতিপথ দেখা যাচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট হয়ে ভারতের আসামের দিকে। তবে সিত্রাং মাঝারি শক্তি নিয়ে আঘাত করেছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।