প্রথমবারের মতো ব্যালন ডি’অরের ট্রফি জয়ী হলেন রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।
করিম বেনজেমার ব্যালন ডি’অর জেতাটা অবধারিতই ছিল। রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার বর্ষসেরার মুকুট না জিতলে সেটাই বরং বিস্ময়ের হতো।
সোমবার রাতে প্যারিসের ঝলমলে অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হয় ব্যালন ডি’অরের ট্রফি।
সেরার লড়াইয়ে বেনজেমা হারিয়েছেন বায়ার্ন মিউনিখের সেনেগালিজ স্ট্রাইকার সাদিও মানে ও ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনেকে। রিয়াল মাদ্রিদকে ডাবলস শিরোপা জেতানো এবং ফ্রান্সকে উয়েফা নেশনস লিগের মুকুট উপহার দেওয়ার সম্ভাব্য সেরা স্বীকৃতি পেলেন তিনি। এর আগে এ বছরের উয়েফার বর্ষসেরা স্ট্রাইকার ও খেলোয়াড়ের খেতাব জিতেছিলেন বেনজেমা।
২০২১-২২মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচ ৪৪ গোল করেন বেনজেমা। রিয়াল মাদ্রিদের জার্সিতে জেতেন স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ইউরোপিয়ান শীর্ষস্থানীয় প্রতিযোগিতায় প্রায় একাই রিয়ালের ঘানি টেনেছেন তিনি। নক আউট পর্বে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও চেলসির বিপক্ষে করেন দুর্দান্ত হ্যাটট্রিক। সব মিলিয়ে কেবল ইউরোপের মঞ্চেই তিনি করেন ১৬ গোল।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সাতবার এই পুরস্কার জিতেছেন পিএসজির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সবকটিই অবশ্য বার্সেলোনার জার্সিতে। তার পরের নামটি ক্রিশ্চিয়ানো রোনালদোর। তার হাতে সেরার মুকুট উঠেছে পাঁচবার। তিনবার করে বর্ষসেরা হয়েছেন মিশেল প্লাতিনি, ইয়োহান ক্রুইফ ও ফন বাস্তেইন। তারা তিনজনই নেদারল্যান্ডসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ছিলেন।
জার্মানির ফ্রেঞ্জ বেকেনবাওয়ার, স্পেনের আলফ্রেডো ডি স্টিফানো এবং ব্রাজিলের রোনালদো লিমা দুইবার করে জিতেন এই খেতাব।
মেসি-রোনালদো রাজত্ব শুরুর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন বেনজেমা। তার আগে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মডরিচের হাতে শোভা পেয়েছিল মর্যাদার এই ট্রফি।
দীর্ঘ দুই যুগ পর কোনো ফরাসি ফুটবলার হিসেবে ফ্রান্স ফুটবল সাময়িকীর সেরার খেতাব পেলেন বেনজেমা। সবশেষ ১৯৯৮ সালে কোনো ফরাসি ফুটবলার হিসেবে জিনেদিন জিদান জিতেছিলেন এই মুকুট। সব মিলিয়ে পঞ্চম ফুটবলার হিসেবে এই ট্রফি পেলেন বেনজেমা। প্রথমবার ১৯৫৮ সালে এই খেতাব পান ফরাসি ফুটবলার রেমন্ড কেপা।