পান্ডিয়ার ৩০ বলে ৭১ রানের ঝড়ো ইনিংসে ২০৮ রানের ভারতের বিশাল সংগ্রহও পেরিয়ে গেছে ক্যামেরন গ্রিনের ও ম্যাথু ওয়েডের চমৎকার ব্যাটিংয়ে। প্রথম টি-টোয়েন্টিতে সফরকারীরা পেয়েছে ৪ উইকেটের জয়।
মঙ্গলবার মোহালির প্রথম টি-টোয়েন্টিতে হার্দিক পান্ডিয়ার তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। কঠিন সেই লক্ষ্য ৪ বল আগেই ৬ উইকেট হারিয়ে টপকে গেছে অস্ট্রেলিয়া। ফলে তিন ম্যাচের সিরিজ ১-০তে এগিয়ে গেছে সফরকারীরা।
মোহালিতে হলো রান উৎসব। শুরুটা টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের। রোহিত শুরুতেই (১১) আউট হওয়ার পর স্বাগতিকদের ওপর চাপ তৈরি হয়। সেটি আরও বাড়ে ফর্মে ফেরা বিরাট কোহলি মাত্র ২ রানে বিদায় নিলে। এরপর লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবের তাণ্ডব। অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চড়াও হয়ে রান তুলতে থাকেন তারা।
রাহুল হাফসেঞ্চুরি করে ৩৫ বলে ৫৫ রানে বিদায় নেন। তার ইনিংসে ছিল ৪ বাউন্ডারির সঙ্গে ৩ ছক্কার মার। তার চেয়ে বেশি ভয়ঙ্কর ছিলেন সূর্যকুমার। চারে নেমে মাত্র ২৫ বলে খেলেন ৪৬ রানের ইনিংস। ২ চার ও ৪ ছক্কায় সাজানো তার ইনিংসে বড় সংগ্রহের পথে হাঁটে ভারত।
তবে রাহুল-সূর্যকুমারকেও ছাড়িয়ে যান হার্দিক। আক্ষরিক অর্থেই ঝড় তুলেছিলেন এই ব্যাটার। তিনি কতটা ভয়ঙ্কর ছিলেন, তার প্রমাণ ৩০ বলে খেলা হার না মানা ৭১ রানের ইনিংসে। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে একের পর এক বল করেছেন সীমানা ছাড়া। ৭ চার ও ৫ ছক্কায় সাজানো হার্দিকের ইনিংসেই ২০০ ছাড়ায় ভারতের স্কোর।
তার তাণ্ডবের দিনে অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার নাথান এলিস। এই পেসার ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ৩ উইকেট। জশ হ্যাজেলউড ৪ ওভারে ৩৯ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট।
২০৯ রানের কঠিন লক্ষ্যে অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেনিংয়ে নামেন গ্রিন। ম্যাচের পার্থক্যটা শুরুতে তিনিই গড়ে দিয়েছেন। ফিঞ্চ ১৩ বলে ২২ রান করে আউট হলেও চলতে থাকে গ্রিনের আগ্রাসী ব্যাটিং। ৩০ বলে ৮ বাউন্ডারি ও ৪ ছক্কায় দীর্ঘদেহী এই ব্যাটার করেন ৬১ রান।
তাকে সঙ্গ দিয়ে খেলে যাচ্ছিলেন স্টিভেন স্মিথ। কিন্তু তিনে নামা এই ব্যাটার ২৪ বলে ৩৫ রান করে ফেরার পরপরই গ্লেন ম্যাক্সওয়েল (১) আউট হয়ে গেলে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। তাতে আশা বাড়ে ভারতের। কিন্তু ওয়েডের ঝড়ে সব শেষ! এই উইকেটকিপার ব্যাটার শেষ দিকে মাত্র ২১ বলে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার ইনিংসে ছিল ৬ বাউন্ডারি ও ২ ছক্কার মার। এর আগে জস ইংলিস ১০ বলে ১৭ ও টিম ডেভিড ১৪ বলে করেন ১৮ রান।
ম্যাচ হারলেও দুর্দান্ত বল করেছেন অক্ষর প্যাটেল। এই স্পিনার ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ৩ উইকেট। তবে বাজে দিন গেছে ভুবনেশ্বর কুমারের। ৪ ওভারে ৫২ রান খরচ করলেও ছিলেন উইকেটশূন্য।