প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে দেখা করেছেন ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার চাণক্যপুরীর হোটেল আইটিসি মৌর্যে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
কংগ্রেস জানিয়েছে, শেখ হাসিনা ও রাহুল গান্ধী বেশ কয়েকটি বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন।
কূটনৈতিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক ঐতিহাসিক। এ সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী পর্যন্ত সবার সঙ্গেই তাঁর ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক রয়েছে।
চার দিনের সফরে সোমবার দিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। শেখ হাসিনার ভারত সফরের দ্বিতীয় দিনে ঢাকা ও দিল্লির মধ্যে সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। যেখানে বাণিজ্য এবং নদীর পানি বণ্টনসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি হয়।
সূত্র: দ্য হিন্দু, বাসস।