অস্ট্রেলিয়া দুই উইকেটে হারালো নিউজিল্যান্ডকে
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে সফররত নিউজিল্যান্ডকে দুই উইকেটে হারিয়ে সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৩২ রান তুলে কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে ৩০ বল ও ২ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।
ম্যাচের শুরুতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার মার্টিন গাপটিলকে হারায় সফরকারীরা। গাপটিলের ব্যাট থেকে আসে মাত্র ৬ রান।
অবশ্য তাতে কোনো সমস্যা পড়তে হয়নি কিউইদের। দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার ডেভন কনওয়ে ও দলনেতা কেন উইলিয়ামসন মিলে গড়েন ৮০ রানের জুটি। ব্যক্তিগত ৪৬ রানে ফেরেন কনওয়ে। এদিকে উইলিয়ামসন আউট হওয়ার আগে করেন ৪৫ রান। আর টম লাথাম ৪৩ ও ড্যারেল মিচেল ফেরেন ২৬ রানে।
এরপর ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই। ৭ রানে মিচেল ব্রেসওয়েল, ১৬ রানে জিমি নিশাম, ১৩ রানে মিচেল স্যান্টনার ও ৪ রানে ম্যাট হেনরি আউট হন। এদিকে ৫ রানে লকি ফার্গুসন ও ৬ রানে ট্রেন্ট বোল্ট অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার পক্ষে গ্লেন ম্যাক্সওয়েল সর্বোচ্চ চারটি উইকেট নেন। এছাড়া জশ হ্যাজলউড তিনটি এবং জাম্পা-স্টার্ক একটি করে উইকেট নিয়েছেন।
রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ৪৪ রান তুলতেই প্রথম পাঁচ ব্যাটারকে হারিয়েছে স্বাগতিকরা। ৫ রানে অ্যারন ফিঞ্চ, ১ রানে স্টিভেন স্মিথ, শূন্যরানে মার্নাস লাবুশে, ২০ রানে ডেভিড ওয়ার্নার ও ৫ রানে আউট হন মার্কোস স্টোয়নিস।
এ সময় মনে হচ্ছিলো হারের পথেই এগোচ্ছে অজিরা। কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স মিলে ১৫৮ রানের জুটি গড়লে জয়ের ভিত পেয়ে যায় অস্ট্রেলিয়া। ৯৯ বলে ৮৫ রান করে আউট হন উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি। এরপর ২ রানে ম্যাক্সওয়েল ও ১ রানে স্টার্ক ফিরলে ফের ঘুরে যাচ্ছিল ম্যাচের মোড়।
তবে জয় হাতছাড়া হতে দেননি গ্রিন। জাম্পাকে নিয়ে জয় নিশ্চিত হওয়ার পরই মাঠ ছাড়েন তিনি। ৯২ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন ক্যামেরন গ্রিন। এদিকে ১৩ রানে মাঠ ছাড়েন জাম্পা।
অস্ট্রেলিয়ার কেয়ার্নসে ২০০৪ সালের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ জয় দিয়ে রাঙাল স্বাগতিকরা। আগামী বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ৫০ ওভারে ২৩২/৯ (গাপটিল ৬, কনওয়ে ৪৬, উইলিয়ামসন ৪৫, ল্যাথাম ৪৩, মিচেল ৩৬, ব্রেসওয়েল ৭, নিশাম ১৬, স্যান্টনার ১৩, হেনরি ৪, ফার্গুসন ৫*, বোল্ট ৬*; স্টার্ক ৯-২-৪৩-১, হেইজেলউড ১০-১-৩১-৩ জ্যাম্পা ১০-০-৩৮-১, ম্যাক্সওয়েল ১০-০-৫২-৪, গ্রিন ৫-০-৩৩-০, স্টয়নিস ৬-০-২৫-০)
অস্ট্রেলিয়া: ৪৫ ওভারে ২৩৩/৮ (ওয়ার্নার ২০, ফিঞ্চ ৫, স্মিথ ১, লাবুশেন ০, স্টয়নিস ৫, কেয়ারি ৮৫, গ্রিন ৮৯*, ম্যাক্সওয়েল ২, স্টার্ক ১, জ্যাম্পা ১৩*; বোল্ট ১০-২-৪০-৪, হেনরি ১০-০-৫০-২, স্যান্টনার ১০-০-৪৭-০, ব্রেসওয়েল ৩-০-১৬-০, ফার্গুসন ৯-০-৬০-২, নিশাম ৩-০-১৪-০)
ফল: অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ক্যামেরন গ্রিন