সাবেক দক্ষিণ আফ্রিকান ও আইসিসি এলিট প্যানেলের সাবেক আম্পায়ার রুডি কোয়ের্টজেন আর নেই। সড়ক দুর্ঘটনায় ৭৩ বছর বয়সে মারা গেছেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর, কেপ টাউন থেকে ডেসপাচে যাওয়ার পথে মঙ্গলবার দুর্ঘটনার কবলে পড়ে কোয়ের্টজেনের গাড়ি। ইস্টার্ন কেপের শহর ডেসপাচে পরিবার নিয়ে থাকতেন আইসিসি এলিট প্যানেলের সাবেক এই আম্পায়ার।
কোয়ের্টজেনের ছেলে রুডি কোয়ের্টজেন জুনিয়র দক্ষিণ আফ্রিকার আলগোয়া এফএম নিউজকে বলেন, গলফ খেলতে বন্ধুদের সঙ্গে কেপ টাউনে গিয়েছিলেন তার বাবা।
“কয়েক জন বন্ধুর সঙ্গে একটি গলফ টুর্নামেন্টে খেলতে গিয়েছিলেন তিনি। সোমবার তাদের ফেরার কথা ছিল। কিন্তু মনে হয় আরও এক রাউন্ড গলফ খেলতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।”
২০১০ সালে আম্পায়ারিং থেকে অবসরে যাওয়ার আগে কোয়ের্টজেন ৩৩১টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন। ওই সময়ে যা ছিল রেকর্ড। পরে পাকিস্তানের আলিম দার ভেঙে দেন রেকর্ডটি।
টেস্ট ইতিহাসে অন্তত একশ ম্যাচে আম্পায়ারিং করা তিন আম্পায়ারের একজন কোয়ের্টজেন। অন্য দুজন আলিম দার ও ওয়েস্ট ইন্ডিজের স্টিভ বাকনার।
আম্পায়ার হিসেবে কোয়ের্টজেনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ১৯৯২-৯৩ মৌসুমে, ভারত দলের দক্ষিণ আফ্রিকা সফরে। তখনকার পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ওয়ানডে ছিল তার প্রথম ম্যাচ। পরে বিশ্বের সেরা আম্পায়ারদের একজন হয়ে ওঠেন তিনি।
সবশেষ কোয়ের্টজেনকে মাঠে দেখা গিয়েছিল ২০১১ সালের আইপিএলে। বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস ম্যাচটিই আম্পায়ার হিসেবে তার শেষ ম্যাচ হয়ে আছে।