ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষে চিকিৎসাধীন জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর খবরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের জেলা বিএনপি কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন দলের নেতাকর্মীরা। পরে শহরে দফায় দফায় মিছিল বের করেন তাঁরা। এ সময় শহরের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। এবং শহরের সদর রোডে যানবাহন চলাচলও বন্ধ থাকে।
বিক্ষোভ মিছিলে বিএনপির নেতারা স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহমান ও ছাত্রদল সভাপতি নুরে আলম হত্যার বিচার দাবি করেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর আগামীকাল ভোলায় সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়ে বলেন, পুলিশের হামলায় আহত ছাত্রদল সভপতিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। সেখানে আজ দুপুর সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড আর কতদিন চলবে? আমরা স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম ও ছাত্রদল সভাপতি নুরে আলমের হত্যাকারি পুলিশ বাহিনীর বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করছি। এ হরতালের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই আমরা আমাদের আন্দোলন করেই যাবো। কোনো ভাবেই আমাদের দমন করা যাবে না।
এদিকে ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংর্ঘষে সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রকৃত ঘটনা উৎঘাটনের জন্য কেন্দ্রীয় বিএনপির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে এই প্রতিনিধি দল ভোলায় আসবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপন জানিয়েছেন, বিএনপির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল গত ৩১ জুলাই ভোলায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংর্ঘষে নিহত সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের পরিবাররের ও আহতদের সরেজমিনে খোঁজখবর নিবেন। এছাড়াও তাঁরা প্রকৃত ঘটনা উৎঘাটন করবেন। গত ২আগষ্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় প্যাডে কেন্দ্রীয় বিএনপির নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে প্রধান করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়।
এ কমিটির অন্যন্য সদস্যরা হচ্ছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক (বিরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান,কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।