ইন্দোনেশিয়ায় খারাপ আবহাওয়ার কারনে ফেরিডুবির ঘটনায় অন্তত নয়জনের প্রাণহানি হয়েছে। তল্লাশি ও উদ্ধার কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানান।
সূত্র মতে, ইন্দোনেশিয়ার টার্নেট দ্বীপে খারাপ আবহওয়ার কারনে দ্য কে এম চাহায়া আরাফাহ নামের ফেরি উল্টে যায়। এর পর পরই নিখোঁজ ১৩ জনের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু হয়।
টার্নেট সার্চ এন্ড রেস্কিউ এজেন্সি এক বিবৃতিতে বলেছে, বুধবার সন্ধ্যায় চার এবং এর পরে আরো পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। চারজন এখনও নিখোঁজ রয়েছে।
ফেরিটি কাছের হালমাহেরা দ্বীপে যাচ্ছিল। এতে ৭৭ জন যাত্রী ছিল। ৬৪জনকে উদ্ধার করে কাছের একটি গ্রামে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকাজে স্থানীয় গ্রামের বাসিন্দারাও সহযোগিতা করে।
উল্লেখ্য, ১৭ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়ায় নৌ দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা।
বিশ্বের গভীর হ্রদ সুমাত্রা দ্বীপে ২০১৮ সালে ফেরি ডুবির ঘটনায় ১৫০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।
সূত্র বাসস