সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেকে সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার এ আদেশ জারি করা হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যম কলম্বো পোস্ট জানিয়েছে।
প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া, বুওয়ানেকা আলুভিহারে, প্রিয়ন্ত জয়াবর্ধনে, বিজিথ মালালগোদা এবং এল.টি.বি. দেহিদেনিয়ার পাঁচ সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চের সামনে প্রাসঙ্গিক প্রস্তাব বিবেচনা করে এই আদেশ জারি করে। আদেশটি ২৮ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে।
এর আগে মাহিন্দা দেশত্যাগ করে যুক্তরাষ্ট্রে পালাতে চাইছেন বলেও অভিযোগ শোনা যায়। কিন্তু তার দেশ ত্যাগ পালানোর খবর নাকচ করে দেয় তার ছেলে নামাল রাজাপাকসে। বৃহস্পতিবার মাহিন্দা ও সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে দেশত্যাগ না করার বিষয়ে তাদের আইনজীবীদের মাধ্যমে দেশটির সুপ্রিম কোর্টে মুচলেকা দেন। তারা অঙ্গীকার করেন, তাদের বিরুদ্ধে দায়ের হওয়া আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত তারা দেশ ছাড়বেন না।
এদিকে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশত্যাগ করার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শুক্রবার শপথ গ্রহণ করেন রনিল বিক্রমাসিংহে। শুক্রবার সকালে পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে গোতাবায়ার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।