অনেক দিন পর চেনারূপে হাজির হলেন স্টিভেন স্মিথ। দারুণ ব্যাটিংয়ে ছড়ালেন মুগ্ধতা। শ্রীলঙ্কার বোলাররা তাকে আউটই করতে পারলেন না। অস্ট্রেলিয়ান এই ব্যাটারের রানে ফেরার ম্যাচে কম যাচ্ছে না লঙ্কানরাও। গলের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে জবাবটা ভালোই দিচ্ছে স্বাগতিকরা।
শনিবার গল টেস্টের দ্বিতীয় দিনে স্মিথের অপরাজিত ১৪৫ রানে প্রথম ইনিংসে ৩৬৪ রান করতে পারে অস্ট্রেলিয়া। জবাবে শ্রীলঙ্কার শুরুটা ভালো না হলেও দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিসের অসাধারণ জুটিতে পথে ফেরে স্বাগতিকরা। সেই পথ ধরে এগিয়ে চলে দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১৮৪ রান। অস্ট্রেলিয়ার সংগ্রহ থেকে পিছিয়ে আছে ১৮০ রানে।
আগের দিনের ৫ উইকেটে ২৯৮ রান নিয়ে দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। প্রথম দিনই সেঞ্চুরি পেয়েছিলেন স্মিথ। ১০৯ রান নিয়ে দিন শুরু করে এই ব্যাটার অপরাজিত থাকেন ১৪৫ রানে। সতীর্থদের কাছ থেকে সঙ্গ না পাওয়ায় ইনিংস আর বাড়েনি তার। ২৭২ বলের ইনিংসটি সাজান ১৬ বাউন্ডারিতে। এছাড়া অ্যালেক্স ক্যারি করতে পারেন ২৮ রান।
বল হাতে অভিষেকেই আলো ছড়িয়েছেন প্রবাথ জয়াসুরিয়া। এই বাঁহাতি স্পিনার প্রথম ম্যাচেই পেয়েছেন ৫ উইকেটের দেখা। ৩৬ ওভারে ১১৮ রান দিয়ে তার শিকার ৬ উইকেট। আর ২ উইকেট নিয়েছেন কাসুন রাজিথা।
এরপর ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। দলীয় ১২ রানে হারায় পাথুম নিসানকার উইকেট। মিচেল স্টার্কের বলে ৬ রান করে ফিরে যান এই ওপেনার। স্বাগতিকরা ওই ধাক্কা কাটিয়ে ওঠে করুণারত্নে ও কুশলের চমৎকার ব্যাটিংয়ে। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ১৫২ রানের জুটি। হাফসেঞ্চুরি পূরণ করে সেঞ্চুরির পথে হাঁটছিলেন করুণারত্নে। কিন্তু ৮৬ রানে বিদায় নিতে হয় লঙ্কান অধিনায়ককে।
এরপর অ্যাঞ্জেলো ম্যাথুজকে নিয়ে দিনের বাকিটা পাড়ি দিয়েছেন কুশল। এই ব্যাটার অপরাজিত ৮৪ রানে। তার সঙ্গে তৃতীয় দিন শুরু করবেন ৬ রানে অপরাজিত থাকা ম্যাথুজ।
সংক্ষিপ্ত স্কোর:
(দ্বিতীয় দিন শেষে)
অস্ট্রেলিয়া: প্রথম ইনিংসে ১১০ ওভারে ৩৬৪ (স্মিথ ১৪৫*, লাবুশেন ১০৪, খাজা ৩৭, ক্যারি ২৮; প্রবাথ ৬/১১৮, রাজিথা ২/৭০)।
শ্রীলঙ্কা: প্রথম ইনিংসে ৬৩ ওভারে ১৮৪/২ (করুণারত্নে ৮৬, কুশল ৮৪*; স্টার্ক ১/২৮)।