পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলার দৃশ্য নিয়ে ‘টিকটক’ ভিডিও ভাইরাল হওয়ার পর গ্রেপ্তার বাইজীদ তালহার পটুয়াখালীর গ্রামের বাড়িতে হামলা-ভাংচুর হয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে এই হামলা হয় বলে পটুয়াখালী থানার ওসি মো. মনিরুজ্জামান জানান।
হামলার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাইজীদের ভাই সোহাগ মৃধার স্ত্রী হাদিসা বেগম সাংবাদিকদের বলেন, “বিকেলে ১০-১৫টি মোটরসাইকেলে করে ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল বাড়িতে ঢুকে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা রামদা, কুড়াল দিয়ে ঘরের সামনের ও পশ্চিম পাশের টিনের বেড়া কুপিয়ে ও পিটিয়ে ভাংচুর করে।
“একপর্যায়ে তারা ঘরে ঢুকে আসবাবপত্রসহ মালামাল তছনছ করে। তাদের হাতে অস্ত্র দেখে আমি দৌড়ে পাশের ঘরে গিয়ে আশ্রয় নিই।”
এ সময় বাড়িতে তিনি একাই ছিলেন জানিয়ে বলেন, তার স্বামী সোহাগ শহরে ছিলেন। আর বাবা মো. আলাউদ্দিন মৃধা ঢাকায় থাকেন।
এ বিষয়ে তারা এখনও থানায় অভিযোগ দেননি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এলাকায় দায়িত্বরত পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটা হামলা নয়। এলাকার কিছু যুবক আছে না যে, বুঝে-না-বুঝে ইটপাটকেল মারে, সেটাই হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।”
পদ্মা সেতু উদ্বোধনের পরদিন রোববার সকালে সেতুর রেলিংয়ের নাট খোলা হয় এবং এর ভিডিও টিকটকে ভাইরাল হয়। ওই দিনই বাইজীদকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি।
বাইজীদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।