ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর ওপর পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। রুশ সংবাদমাধ্যম তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন স্বীকারোক্তি দিয়েছেন রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
পশ্চিমা নিষেধাজ্ঞার কঠিন প্রভাবের কথা স্বীকার করলেও শেষ পর্যন্ত তার দেশ এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তাসকে দেওয়া দিমিত্রি পেসকভের সাক্ষাৎকারটি মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এতে তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করেছে সেগুলো ছিল কঠিন। তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে তার প্রতি ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর দিকে ঠেলে দিচ্ছে।
শুক্রবার শুরু হতে যাওয়া সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠককে সামনে রেখে তাসের সঙ্গে কথা বলেন দিমিত্রি পেসকভ। তিনি বলেন, ‘পরিস্থিতি সহজ নয় বরং এই নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধের বাস্তবতায় কঠিন হিসেবে বর্ণনা করা যেতে পারে।’
দিমিত্রি পেসকভ বলেন, ‘কিন্তু একটি ইতিবাচক দিক আছে। এই পরিস্থিতি আমাদের এবং আমাদের বন্ধু দেশগুলোর মধ্যে সমন্বয়ের একটি নতুন দ্বার খুলে দিয়েছে। নিষেধাজ্ঞা সমন্বয়ের জন্য নতুন প্রক্রিয়া এবং আর্থিক বন্দোবস্তের জন্য নতুন প্রক্রিয়া খুঁজতে আমাদের বাধ্য করছে।’
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।