27.3 C
Sydney

খেলাধুলাম্যাক্সওয়েলে ঝড়ে জয়ের হাসি অস্ট্রেলিয়ার

ম্যাক্সওয়েলে ঝড়ে জয়ের হাসি অস্ট্রেলিয়ার

প্রকাশের তারিখঃ

শেষ টি-টোয়েন্টিতে হারলেও পাল্লেকেলের প্রথম ওয়ানডে বারবার রঙ পাল্টানো ম্যাচের নায়ক হয়ে থাকলেন গ্লেন ম্যাক্সওয়েল। এই ব্যাটারের ঝড়ে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে অজিরা।

পাল্লেকেলেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা ৭ উইকেটে করেছিল ৩০০ রান। তবে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার লক্ষ্য ঠিক হয় ৪৪ ওভারে ২৮২ রান।

ম্যাক্সওয়েলের ৫১ বলে অপরাজিত ৮০ রানে ৯ বল আগে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেলো ১-০ ব্যবধানে।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই হারায় ডেভিড ওয়ার্নারকে। বাঁহাতি ওপেনার রানের খাতাই খুলতে পারেননি। ওই ধাক্কা অবশ্য তারা কাটিয়ে ওঠে অ্যারন ফিঞ্চ ও স্টিভেন স্মিথের ব্যাটে। তারা এগিয়ে নেন রান। যদিও অস্ট্রেলিয়ান অধিনায়ক তার ইনিংস বড় করতে পারেননি। ৪১ বলে ৪৪ রান করে বিদায় নেন ফিঞ্চ। তার বিদায়ের পর বৃষ্টির বাধায় খেলা বন্ধ হলে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৬ ওভার।

৪৪ ওভারে ২৮২ রান তাড়া করতে নেমে স্মিথ তুলে নেন হাফসেঞ্চুরি। তাকে সঙ্গ দেন মার্নাস লাবুশেন। যদিও বেশিদূর যেতে পারেননি তিনি। ২৪ রানে বিদায় নেন লাবুশেন। খানিক পর স্মিথও হাঁটা দেন প্যাভিলিয়নের পথে। যাওয়ার আগে সাবেক অজি অধিনায়ক ৬০ বলে ৫ বাউন্ডারিতে করেন ৫৩ রান।

এরপর দ্রুত রান তুলেছেন মার্কাস স্টোইনিস ও অ্যালেক্স ক্যারি। যদিও স্টোইনিস ৩১ বলে ৪৪ রানে আউট হলে বিপদ বাড়ে সফরকারীদের। ক্যারিও আউট হয়ে যান ২১ রানে। এরপর প্যাট কামিন্স (০) এসেই আউট!

ওই অবস্থায় হারের শঙ্কা উঁকি দেওয়া অস্ট্রেলিয়ার আশার আলো হয়ে জ্বলে ছিলেন ম্যাক্সওয়েল। এই ব্যাটার নিরাশ করেননি। চমৎকার ব্যাটিংয়ে সফরকারীদের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। ৫১ বলে ৬ বাউন্ডারি ও ৬ ছক্কায় খেলেন হার না মানা ৮০ রানের ইনিংস। দারুণ জয়ের পর ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই।

শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার ভানিন্দু হাসারাঙ্গা। এই লেগ স্পিনার ৯ ওভারে ৫৮ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ৭ ওভারে ৪৯ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন দুনিথ ভেল্লালাগে।

এর আগে চার হাফসেঞ্চুরিতে বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল শ্রীলঙ্কা। সর্বোচ্চ রান এসেছে কুশল মেন্ডিসের ব্যাট থেকে। ওয়ান ডাউনে নেমে ৮৭ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় হার না মানা ৮৬ রানের ইনিংস খেলেন এই উইকেটকিপার। উদ্বোধনী জুটিতেই আসলে স্বাগতিকরা পায় শক্ত ভিত। দুই ওপেনার দানুশকা গুনাথিলাকা ও পাথুম নিসানকা দুজনই পেয়েছেন হাফসেঞ্চুরি। তারা গড়েন ১১৫ রানের জুটি। নিসানকা ৫৬ ও গুনাথিলাকা করেন ৫৫ রান। এরপর চারিথ আসালঙ্কার ব্যাট থেকে আসে ৩৭ রান। আর শেষ দিকে হাসারাঙ্গার ব্যাটে ৩০০ স্পর্শ করে স্কোর। হাসারাঙ্গা ১৯ বলে ৬ বাউন্ডারিতে করেন ৩৭ রান।

অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার লাবুশেন। এই স্পিনার ৩ ওভারে ১৯ রান দিয়ে নেন ২ উইকেট। তার মতো ২ উইকেট পেতে অ্যাশটন অ্যাগারের খরচ ৪৯ রান।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩০০/৭ (কুশল ৮৬*, নিসানকা ৫৬, গুনাথিলাকা ৫৫, হাসারাঙ্গা ৩৭, আসালঙ্কা ৩৭; লাবুশেন ২/১৯, অ্যাগার ২/৪৯)।

অস্ট্রেলিয়া: (লক্ষ্য ৪৪ ওভারে ২৮২) ৪২.৩ ওভারে ২৮২/৮ (ম্যাক্সওয়েল ৮০*, স্মিথ ৫৩, ফিঞ্চ ৪৪, স্টোইনিস ৪৪; হাসারাঙ্গা ৪/৫৮, ভেল্লালাগে ২/৪৯)।

ফল: ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী।

সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজ অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে।

ম্যাচসেরা: গ্লেন ম্যাক্সওয়েল।

সর্বশেষ

spot_img

জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

ডেইলি মার্ক নিউজে জনপ্রিয়

উজবেকিস্তানের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক স্বার্থে উজবেকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ...

ভারত-বাংলাদেশের যৌথ অংশগ্রহণে ব্রেমেনে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন

মো. নাজিম উদ্দীন, ব্রেমেন প্রতিনিধি: বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা...

প্রধানমন্ত্রী আগামী সেপ্টেম্বরে ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে : মোমেন

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী...

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার সিডনির কোগরার ফ্রাই রিজার্ভ ও মিন্টুতে আজকের ঈদুল ফিতরের...

ডেইলি মার্ক নিউজে সর্বশেষ
Latest

ইসরাইলের হামলায় ১৩ শিশুসহ নিহত ৩০

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা রোববার জানিয়েছে, ফিলিস্তিনি ভূখ-ের উত্তরাঞ্চলে...

ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বাইডেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত...

লেবাননের পূর্বাঞ্চলে ইসরাইলি হামলায় নিহত ৪০

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার প্রধান শহর বালবেকসহ দেশটির...

দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউস ট্রাম্পের

বিশ্বের কোটি কোটি মানুষকে তাক লাগিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে...