আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে রাজপথে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই ইসুকে কেন্দ্র করে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সেই বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপিকে দেওয়া হয়েছে কঠোর হুঁশিয়ারি।
শুক্রবার (১০ জুন) দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি-জামায়াতের হত্যার হুমকি ও কটূক্তির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে। এতে অংশগ্রহণ করেন ৩৮ নং ওয়ার্ড অন্তর্গত বি.সি.সি রোড পূর্ব ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল ও সাধারণ সম্পাদক ফিরোজ আলি খান প্রিন্স।
সমাবেশে বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাজপথে ছিল, আওয়ামী লীগ রাজপথে আছে। আওয়ামী লীগ রাজপথে থাকবে। সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী নির্বাচনে অংশ নেব এবং বিজয়ের বন্দরে পৌঁছাব ইনশাআল্লাহ।