22 C
Sydney

অস্ট্রেলিয়াসিডনিতে বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলা অনুষ্ঠিত

সিডনিতে বাঙালির প্রাণের উৎসব বৈশাখী মেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখঃ

মহামারি করোনার দীর্ঘ প্রতীক্ষার পর অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রাণের মেলা ঐতিহ্যবাহীবৈশাখী মেলা

শনিবার বঙ্গবন্ধু পরিষদ সিডনি, অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনির ব্যাংকসটাউন প্যাসওয়ের বিশাল ভেন্যুতে এই ঐতিহ্যবাহীবৈশাখীমেলাঅনুষ্ঠিত হয়। সিডনির এই বৈশাখী মেলা অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি অন্যান্য ভাষাভাষীদের এক মহামিলন মেলা।

প্রায় বিশ বছর ধরে বঙ্গবন্ধু পরিষদ সিডনি, অস্ট্রেলিয়া এই বৈশাখী মেলার আয়োজন করে আসছে। বঙ্গবন্ধু পরিষদ সিডনি, অস্ট্রেলিয়ারসাধারণ সম্পাদক, এই বৈশাখী মেলার রূপকার মেলা কমিটির আহ্বায়ক গাউসুল আলম শাহজাদা জানান, অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া বেড়ে উঠা বাংলাদেশি নতুন প্রজন্মকে জাতির ভাষা, সাহিত্য, সংস্কৃতি এর ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেয়াই এই মেলার প্রধানউদ্দেশ্য।

স্পন্সর, সংগঠক, সাংবাদিকসহ সকল সেচ্ছাসেকদেরকে ধন্যবাদ জানিয়ে আগামি বছর ২০২৩ সালের ১৮ মার্চ একই ভ্যানুতেবৈশাখীমেলারতারিখ ঘোষণা করেন। এছাড়াও মেলাকে সাফল্য মন্ডিত করার জন্য বঙ্গবন্ধু পরিষদ সিডনি, অস্ট্রেলিয়ার সভাপতি সভাপতি . মাসুদুল হক এবং মিডিয়া সমন্বয়কারী মেলা ক্রোড়পত্রের সম্পাদক ডক্টর রতন কান্ডু প্রবাসী কমিউনিটির সার্বিক সহযোগিতার কথাকৃতজ্ঞতা শ্রদ্ধার সঙ্গে স্বীকার করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

এবারের মেলাপ্রাঙ্গণ দর্শকঅতিথিতে ছিল কানায় কানায় পূর্ণ। শুধু অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালিরাই নয়, অন্যান্য ভাষাভাষীঅতিথিদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। সিডনির দূরদূরান্ত থেকেও মেলায় আসে অনেকে। অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকা থেকে ছোটছোট শিশু থেকে শুরু করে প্রবীণরাও বৈশাখী সাজে সজ্জিত হয়ে মেলাতে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানটির  সঞ্চালনা করেন বিশিষ্ট আইনজীবী   বাংলাদেশ আওয়ামী লীগ  অস্ট্রেলিয়ার সভাপতি ডক্টর মোহাম্মাদ সিরাজুল হক বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি . রতন কুন্ডু।

ঐতিহ্যবাহী এইবৈশাখী মেলাপ্রাঙ্গণে চারিদিক ঘিরে ছিল বাঙালি খাবার দেশীয় পোশাকের নানাবিধ স্টল। খাবারের স্টলগুলিতেছিল নানা ধরনের মুখরোচক দেশীয় খাবারসহ পুরি,  চটপটি,  পিঁয়াজু,  হালিম,  জিলাপি,  সিঙ্গারা বিরানি সহ রকমারি পিঠা মিষ্টি।আর তৈরি পোশাকের স্টলগুলোতে ছিল সালোয়ার কামিজ, জামদানি অন্যান্য তাঁতের শাড়ির বিপুল সমাহার।

মেলায় বিভিন্ন রকমের রাইড বড় দর্শকদের যেমন গ্রাম্য নাগরদোলার স্মৃতি মনে করিয়ে দিয়েছে তেমনি ছোট ছোট বাচ্চাদের সারাবেলাআনন্দে মাতিয়ে রেখেছিল।

অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুফিউর রহমানের প্রতিনিধি কমার্শিয়াল কাউন্সিলরসাইফুল্লাহ, উইন্ডি লিন্ডসে এমপি, ব্যাংকসটাউনক্যান্টারবারি সিটি কাউন্সিলের কাউন্সিলর কার্ল সালেহ,  স্ট্রেথফিল্ড সিটিকাউন্সিলের কাউন্সিলর রাজ দত্ত, বাংলাদেশ আওয়ামীলীগ, অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক প্রদ্যুৎ সিং চুন্নু, অস্ট্রেলিয়া বাংলাদেশজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল মতিন, সিটি অব ক্যাম্পবেলটাউনের কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদসহঅনেকে।

এছাড়াও মেলায় উপস্থিত হয়েছেন প্রবাসি বাংলাদেশি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সিডনি থেকেপ্রকাশিত অনলাইন পেপার পত্রিকার সম্পাদক টিভি সাংবাদিক, লেখক, সাহিত্যিক, কবি সুশীল সমাজসহ সর্বস্তরের প্রবাসি বাংলাদেশিরা।

আলোচনা পর্বের পর যুঁই চৌধুরী ও হেমার উপস্থাপনায় এবং সঞ্জয় টাবুর মিউজিক, লাইটিং ও সাউন্ডের তত্ত্ববধায়নে শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চলে রাত ১০টা পর্যন্ত। অংশগ্রহণ করে নৃত্যকলা ড্যান্স একাডেমী, কৃষ্টি ব্যান্ড, অমিয়া মতিনসহ সিডনির স্থানীয় শিল্পীবৃন্দ। দর্শকদের বিশেষ অনুরোধে কৃষ্টি ব্যান্ড একের পর এক গান পরিবেশন করে বৈশাখী মেলাকে সুরের মুর্ছনায় মাতিয়ে রাখে।

সবশেষে বাংলাদেশ থেকে আগত মেলার অন্যতম অকর্ষণ ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম একের পর এক সংগীত পরিবেশন করে মেলার দর্শকদের সুরের মুর্ছনায় মাতিয়ে রাখেন।

সর্বশেষ

spot_img

জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

ডেইলি মার্ক নিউজে জনপ্রিয়

ভারত-বাংলাদেশের যৌথ অংশগ্রহণে ব্রেমেনে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন

মো. নাজিম উদ্দীন, ব্রেমেন প্রতিনিধি: বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা...

উজবেকিস্তানের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক স্বার্থে উজবেকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ...

প্রধানমন্ত্রী আগামী সেপ্টেম্বরে ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে : মোমেন

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী...

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার সিডনির কোগরার ফ্রাই রিজার্ভ ও মিন্টুতে আজকের ঈদুল ফিতরের...

ডেইলি মার্ক নিউজে সর্বশেষ
Latest

একনেকে ১,২২২.১৪ কোটি টাকার ৪টি প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ মোট চারটি...

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি’র সমাবেশ শুরু

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত...

মানবাধিকার লঙ্ঘনের তথ্য দেওয়ার আহ্বান জাতিসংঘ ফ্যাক্ট-ফাইন্ডিং দলের

বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং...

দেশ পুনর্গঠনে মার্কিন সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশ...