দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্কুকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এখন থেকে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনও যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হলো।’
বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনেই যাবে না বলে বিএনপি কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে অংশ নিচ্ছে না।
সিটির বর্তমান মেয়র মনিরুল হক সাক্কুকে বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার ফলে তারও পরিণতি হলো নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে অংশ নেওয়া তৈমুর আলম খন্দকারের মতো।
অবশ্য এমন ক্ষেত্রে দলের পদ হারানোর সম্ভাবনা এবং নজির থাকা সত্ত্বেও আগেই এই নেতা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি তিনি জানিয়েছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় পদ-পদবি ছেড়ে ভোটযুদ্ধে নামতে চান তিনি। ইতোমধ্যে তার মনোনয়নের আবেদনও গাহ্যও করেছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, এর আগে দুই মেয়াদে মেয়র হয়ে বেশ কিছু সমালোচনার জন্ম দিয়েছেন সাক্কু। মেয়র হিসেবে শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুয়ে সালাম করেও আলোচনায় আসেন তিনি।
প্রসঙ্গত, আগামী ২৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়ার কথা রয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।