সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেট অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস।
স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে কুইন্সল্যান্ডে নিজের গাড়ি চালাচ্ছিলেন সাবেক এই তারকা ক্রিকেটার। এ সময় হারভি রেঞ্জ রোডের কাছে আাালিস রিভার ব্রিজ থেকে বামে বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। গাড়িতে একাই ছিলেন সাইমন্ডস। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কুইন্সল্যান্ড পুলিশ ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
গত মাসে সতীর্থ শেন ওয়ার্ন মারা যাওয়ার ৪১ দিনের মাথায় মারা গেলেন দুইবারের বিশ্বকাপজয়ী এ ক্রিকেটার ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান লালচান হেন্ডারসন সাউমন্ডসের মৃত্যুতে বলেছেন, অস্ট্রেলিয়া ক্রিকেট আরো একজন সময়ের সেরা ক্রিকেটারকে হারাল। অ্যান্ড্রু অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার ছিলেন, যার সাহায্যে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ সফলতা এসেছিল এবং কুইন্সল্যান্ডের ক্রিকেট ইতিহাস সমৃদ্ধ হয়েছে।
৪৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করা সাইমন্ডসকে বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেন চিকিৎসকরা। কিন্তু গুরুতর আঘাত পাওয়ায় বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
২০০৩ ও ২০০৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জিতেছিলেন সাইমন্ডস। ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন সাইমন্ডস। টেস্ট অভিষেক হয় ২০০৪ সালে। ২৬ টেস্টে ৪০.৬১ গড়ে করেছেন ১ হাজার ৪৬২ রান। বল হাতে নিয়েছেন ২৪ উইকেট। ১৯৮ ওয়ানডেতে ৫ হাজার ৮৮ রানের সঙ্গে নিয়েছেন ১৩৩ উইকেট।