ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘আনুষ্ঠানিক যুদ্ধ’ ঘোষণার জল্পনা উড়িয়ে দিয়েছে রাশিয়া। কয়েকদিন ধরে পশ্চিমা কর্মকর্তা ও বিশ্লেষকরা বলে আসছিলেন, আগামী ৯ মে ইউক্রেনে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করতে পারেন পুতিন। খবর রয়টার্সের।
বুধবার এক বিবৃতিতে পশ্চিমাদের এ বক্তব্যকে বাজে কথা বলে উড়িয়ে দিয়েছে মস্কো।
রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের দিন ৯ মে তারিখকে বিজয় দিবস হিসেবে উদযাপন করে। চলতি বছর এ দিবস উদযাপনের দিন ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ ঘোষণার পরিকল্পনা করছেন বলে যে জল্পনা ছড়িয়েছে তা প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানান।
এ জল্পনাকে পেসকভ ‘আজগুবি কথা’ কথা হিসেবে উল্লেখ করে বলেন, ‘এমনটি ঘটার কোনো সুযোগ নেই’।
বিজয় দিবসে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভাষণ দেবেন এবং মস্কোর রেড স্কয়ারে একটি সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করবেন। যেমনটি অন্য বছর হয়। ৯ মে বিজয় দিবস উদযাপন করে রাশিয়া। দেশটিতে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি ছুটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভেয়িত ইউনিয়নের ২০ মিলিয়নের বেশি মানুষ নিহত হয়েছেন।
ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি আগ্রাসন শুরু করে রাশিয়া। একে মস্কো যুদ্ধ নয় ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অভিহিত করে আসছে।