সিডনির মিন্টোর করোনেশন পার্কের নেটবল কোর্টে আগামী ৩ মে পবিত্র ঈদুল ফিতরের জামাতের আয়োজন করেছে অষ্ট্রেলিয়ানমুসলিম ওয়েলফেয়ার সেন্টার।
সংগঠনটি প্রতি বৎসরের ন্যায় এবারও চাঁদ দেখার উপর ভিত্তিতে জামাতের তারিখ নির্ধারিত করেছে। সেই অনুযায়ী আগামী ৩রা মেসকাল ৭.৩০টায় করোনেশন পার্কের নেটবল কোর্টে ( 9 Redfern Rd, Minto) প্রথম জামাত শুরু হবে।
সংগঠনের সভাপতি ড. আনিছুল আফছার ও সাধারণ সম্পাদক সাদিকুর রহমান খান মুন জানান, বৃহত্তর ক্যাম্বেলটাউন এলাকায়বাংলাদেশি মুসুল্লি্র সংখ্যা বেশি হওয়াতে এবারই সংগঠনটি খোলা ময়দানে জামাতের ব্যবস্থা করা হয়েছে। জামাতের ইমামতি করবেনহাফেজ মাওলানা আবদুল হাদি তানভীর। মুসুল্লিদের বসার সুবিধার জন্য নিজস্ব নামাজের পাটি ও চেয়ার সাথে আনার অনুরোধজানান।
এছাড়া নেটবল কোর্ট কতৃপক্ষের রয়েছে নিজস্ব প্রচুর কার পাকিং রয়েছে ও আশে পাশেও ব্যাপক কার পার্কিং এর সুবিধা রয়েছে। মিন্টোট্রেন ষ্টেশনের পাশে কার পাকিং এর ব্যাপক সুবিধার জন্যই এ বৎসর ওপেন মাঠে জামাতের ব্যবস্থা করা হয়েছে।