ঈদ উপলক্ষে ঢাকার বাইরে গেছে ৭৩ লাখের বেশি সচল মোবাইল সিম। এরমধ্যে গত দুই দিনে গেছে ৪৩ লাখের বেশি। আর তার আগে গেছে ৩০ লাখের মতো।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার রবিবার ফেসবুক পোস্টে জানান, ‘২৯ ও ৩০ এপ্রিল ঢাকা থেকে বাইরে গেছে ৪৩ লাখ ৯ হাজার মোবাইল ফোনের সিম। এর আগের দুদিনেও আনুমানিক ৩০ লাখ সিম ঢাকা থেকে বাইরে গেছে। মোবাইল অপারেটরদের কাছ থেকে তথ্যগুলো পাওয়া গেছে।’
২৯ ও ৩০ এপ্রিল এই দু’দিনে ঢাকার বাইরে গেছে গ্রামীণফোনের ১৮ লাখ ৬২ হাজার ১৩৬, রবির ১১ লাখ ৭৬ হাজার ৩৪০, বাংলালিংকের ১১ লাখ ২৪ হাজার ৭৩২ এবং টেলিটকের ১ লাখ ৪৬ হাজার ৮টি সিম।