বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৪০ জন কর্মকর্তা কর্মচারী উচ্চতর গ্রেডে উন্নীত করা হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় শহীদ ডা. মিল্টন হলে উচ্চতর গ্রেডে উন্নীতকরণের চিঠি উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ কর্মকর্তা-কর্মচারীদের হাতে তুলে দেন।
এসময় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বর্তমান প্রশাসনে আমরা যখন বসেছি তখন পুরাতন অনেক দিন আগের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করেছি। আমরা চাই সবাই ভাল থাকুক। রোগীর সেবাদাতারা ভাল থাকলে রোগীদের সেবায় কোন বিঘœ হবে না। আমি আশা করব, আপনারা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। সবাই নিয়মের মধ্যে থেকে কাজ করবেন। পরকালেও এসব ভাল কাজ আপনাদের জন্য মঙ্গল বয়ে আনবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সার্জিক্যাল অনকোলোজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ রাসেল, সহযোগী অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লা, উপ রেজিস্ট্রার সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ দায়িত্ব নেবার পর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ২০ বছর ধরে কর্মরত দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীদের চাকরী স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু হয়।ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রায় ৯০০ কর্মচারীর চাকরী নিয়মিতকরণ করা হয়েছে। বাকিদের বর্তমান প্রশাসন চাকরি নিয়মিত করণের পরিকল্পনা হাতে নিয়েছে।