আফগানিস্তানের কুন্দুজ নগরীতে একটি সুন্নি মসজিদে বোমা হামলায় ৩৩ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ৪৩ জন যাদের মধ্যে শিশুও আছে।
রয়টার্স জানায়, কুন্দুজের মৌলবী সেকান্দার সুফি মসজিদে শুক্রবারের জুমার নামাজের সময় এ হামলা হয়। হামলার দায় কেউ স্বীকার করেনি।
মুসল্লিরা নামাজ পড়তে মসজিদে জড়ো হওয়ার সময় বোমা বিস্ফোরণ ঘটে। স্থানীয় এক দোকানদার জানিয়েছেন, মসজিদে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।
এর আগে বৃহস্পতিবারেই আফগানিস্তানের উত্তরাঞ্চলে মাজার-ই-শরিফ শহরের একটি শিয়া মসজিদসহ কয়েকটি স্থানে বোমা হামলা হয়েছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকারও করেছে।
মাজার-ই-শরিফের হামলার ঘটনায় অন্তত ৩১ জন নিহত এবং ৮৭ জন আহত হয়। এছাড়া, একইদিনে কুন্দুজে আরেকটি হামলায় নিহত হয় ৪ জন এবং আহত হয় ১৮ জন।
আইএস এসব হামলার দায় স্বীকার করে বলেছে, তাদের সাবেক নেতা ও মুখপাত্র হত্যার বদলা নিতে পরিচালিত অভিযানের আওতায়ই এ সমস্ত হামলা চালানো হচ্ছে।
আফগানিস্তানের তালেবান শাসকরা আইএস কে পরাজিত করেছে বলে দাবি করে আসছে। কিন্তু এই জঙ্গি গোষ্ঠীটি এখনও আফগানিস্তানের নতুন শাসকদের জন্য চ্যালেঞ্জ হয়ে আছে।