যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গসহ আরও ২৭ গুরুত্বপূর্ণ মার্কিনির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া।
বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবং জাকারবার্গের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এছাড়া ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের একাধিক শীর্ষ কর্মকর্তা, ব্যবসায়ী এবং সাংবাদিক রয়েছেন।
এছাড়া, কানাডার ৬১ জন কর্মকর্তা, সাংবাদিক, সামরিক বিশেষজ্ঞের ওপরও রুশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জবাবেই পাল্টা পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মস্কোর এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।