অ্যাপলের আগামী আইফোনে থাকবে উন্নত সেলফি ক্যামেরা। এতে থাকবে অটোফোকাস এবং চওড়া অ্যাপারচার। এমনটাই ধারণা দিয়েছেন অ্যাপল বিশ্লেষক মিং চি কুয়ো।
ফিক্সড ফোকাস ক্যামেরার বদলে অটো ফোকাস ডিজাইনের ক্যামেরাতে আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার ছবি আসবে। এমনকি ক্যামেরার অনেক কাছে অথবা অনেক দূরে থাকলেও ছবি আসবে আগের থেকে অনেক পরিষ্কার।
কুয়োর ধারণা মতে যেখানে আইফোন১৩-তে ফোকাস ছিল এফ/২.২ সেখানে আইফোন ১৪-তে থাকবে এফ/১.৯। বেশি ফোকাস হওয়াতে আলোও বেশি প্রবেশ করবে আর রাতের ছবিও অনেক ঝকঝকে আসবে।
কুয়ো এবং আরও অনেকেই ধারণা করছেন আইফোন ১৪ প্রো-তে থাকবে না নচ। এর বদলে থাকবে হোল পাঞ্চ ডিজাইন। অর্থাৎ একটি উন্নত ক্যামেরা থাকবে তুলনামূলক ছোট জায়গায়। যদিও বাজারের হিসেবে এটি খুব একটা বড় চ্যালেঞ্জের বিষয় নয়। আবার স্যামসাংয়ের সেলফি ক্যামেরায় অটোফোকাস তো রয়েছে কয়েক বছর আগে থেকেই। তবে গুগল এবং ওয়ান প্লাস এর ফ্ল্যাগশিপ ফোনে অটো ফোকাস নেই।
কুয়ো জানান, নতুন এই ক্যামেরা থাকতে পারে আইফোন ১৪-এর চারটা মডেলে। এছাড়া থাকবে এ১৬ সিরিজের প্রসেসর।