টেলিগ্রামের নোটিফিকেশনে যেকোনও সাউন্ড যোগ করার সুবিধা চালু হলো। ব্যবহারকারী চাইলে তার পছন্দমতো সাউন্ড ব্যবহার করে নোটিফিকেশন টোন তৈরি করতে পারবে । এমনকি চ্যাট থেকে ভয়েস ম্যাসেজকেও সেভ করে নোটিফিকেশন টোন করা যাবে।
টেলিগ্রামের পক্ষ থেকে জানানো হয়, আপাতত টোন হিসেবে ব্যবাহারের জন্য অডিও ফাইল বা ভয়েস ম্যাসেজে সাইজ হতে হবে সর্বোচ্চ ৩০০ কিলোবাইট এবং পাঁচ সেকেন্ডের ভেতরে। নির্দিষ্ট চ্যাটিং এর জন্য নির্দিষ্ট টোন অথবা সম্পূর্ণ চ্যাটিং এর জন্য টোন নির্বাচন করতে প্রথমে সেটিংস-এ যেতে হবে। এর পর নোটিফিকেশনস অ্যান্ড সাউন্ডস এ গিয়ে নির্বাচন করতে হবে।
এই সুবিধা ছাড়া নির্দিষ্ট সময় পর্যন্ত মিউট করে রাখার ব্যবস্থাতেও আপগ্রেড করেছে টেলিগ্রাম। ইতোপূর্বে নোটিফিকেশন মিউট করে রাখার ব্যবস্থা ছিল শুধু একঘণ্টা, আট ঘণ্টা আর দুই দিনের জন্য। কিন্তু নতুন করে বেশি অপশন যোগ করা হয়েছে। তার মধ্যে ৩০ মিনিট অথবা দুই মাসের মতো সময়ও যোগ করা হয়েছে। এছাড়া রয়েছে অটো ডিলিট টাইমার ব্যবস্থা করা হয়েছে যার মাধ্যমে নির্দিষ্ট সময় পর চ্যাট মুছে যাবে।
এগুলো ছাড়াও নতুন আপডেটে রয়েছে আইওএসের জন্য ইন-অ্যাপ ট্রানস্লেশন ফাংশন, প্লেয়ার উইন্ডোকে পিকচার ইন পিকচার করার সুবিধা ইত্যাদি। আরেকটি বিশেষ আপডেট হলো নতুন অ্যানিমেটেড ফুড ইমোজি।