করোনার কারণে দুই বছরেরও বেশি সময়ের পর অস্ট্রেলিয়ার সিডনিতে ভিড়ল ক্রুজ জাহাজ। সিডনিতে ভেড়ার সময় ক্রুজ জাহাজে বড় করে লেখা ছিল “We’re Home” অর্থ ’আমরা বাড়ি’।
সোমবার সকালে জাহাজটি বন্দরে ভোড়ানো হয়। অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক পর্যটন শিল্প পুনরায় চালুর ক্ষেত্রে বিষয়টি একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই প্রথম একটি নিষিদ্ধ ক্রুজ জাহাজকে বন্দরে ভেড়ানোর অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়ার ‘সিডনি হারবার’ কর্তৃপক্ষ।
২০২০ সালের মার্চ মাসে কোভিড মহামারির দরুণ সব ধরনের ক্রুজ জাহাজ চলাচল নিষিদ্ধ ঘোষণা করে অস্ট্রেলিয়া। পি এন্ড ও কোম্পানির ‘প্যাসিফিক এক্সপ্লোরার’ জাহাজটি অস্ট্রেলিয়ান বন্দরে ডক করা প্রথম জাহাজ, যেটি পুনরায় চলাচলের অনুমোদন পেল।
পর্যটন এবং পরিবহন ফোরামের সিইও মার্জি ওসমন্ড জানান, ক্রুজ জাহাজটির প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার সমগ্র পর্যটন অবকাঠামোর জন্য উত্তেজনাপূর্ণ খবর।
তিনি জানান, জাহাজটি বিশাল। এর আয় বছরে ৫ বিলিয়ন ডলারের বেশি। তবে আন্তর্জাতিক ক্রুজ জাহাজগুলোকে এখনও অস্ট্রেলিয়ায় চলাচলের ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার শর্তাবলী পূরণ করতে হবে। যেখানে জাহাজগুলো ডক করবে সেখানকার সমস্ত যাত্রীদের ডবল টিকা দিতে হবে।
৪০০ মিলিয়ন ডলারের বিলাসবহুল লাইনারটি সাইপ্রাস থেকে সিঙ্গাপুর হয়ে সিডনিতে যাত্রা করার সময় নিষিদ্ধ ঘোষিত হয়। ক্রুজ জাহাজ মূলত আনন্দ ভ্রমণে বের হওয়া যাত্রীদের বহন করে।