ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল দিল্লী ক্যাপিটালসে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে দলের ৪ সদস্য। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্রিকেটার মিচেল মার্শ।
এর আগে,গত সপ্তাহে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন দিল্লী ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট। এরপর ক্যাপিটালসের সব ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়। তা সত্ত্বেও এক ক্রিকেটার ও দুই সাপোর্ট স্টাফের দেহে করোনা ছড়িয়ে পড়ার খবর ছড়িয়ে পড়ে।
প্রথমে আক্রান্ত ক্রিকেটারের নাম প্রকাশ করা না হলেও পরে জানা গেছে, তিনি অস্ট্রেলীয় তারকা মিচেল মার্শ।
দিল্লী ক্যাপিটালস নিশ্চিত করেছে, মার্শ করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া দলের বাকি সব সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে।
দিল্লী পরবর্তী ম্যাচ আগামী বুধবার (২০ এপ্রিল), পাঞ্জাব কিংসের বিপক্ষে। এই ম্যাচের নির্ধারিত ভেন্যু পুনে। তবে দলের সদস্যদের পুনে যেতে দেওয়া হয়নি। বর্তমানে টিম হোটেলেই আইসোলেটেড অবস্থায় থাকতে হচ্ছে মুস্তাফিজদের। আইসোলেশনে থাকাকালে তাদের করোনা পরীক্ষা করানো হবে। নেগেটিভ থাকা সাপেক্ষে মিলবে মাঠে নামার অনুমতি।
আইপিএলের ১৫তম আসরে দিল্লী ক্যাপিটালসই একমাত্র দল যাদের বহরে হানা দিয়েছে করোনা। সংক্রমণের কারণে গত বছর টুর্নামেন্ট বন্ধ করতে হয়েছিল বলে এবার বেশ সতর্ক অবস্থানে রয়েছে বিসিসিআই।