অস্ট্রেলিয়ার সিডনিতে বিডি হাবের উদ্যোগে চাঁদরাত মেলার প্রস্তুতি নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সিডনির মিন্টোর বিডি হাবের অফিসে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়া আগামী ১ মে রোববার মিন্টোরইনডোর স্টেডিয়ামে চাঁদরাত মেলার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
মেলার আয়োজক ও বিডি হাবের সাধারণ সম্পাদক আব্দুল খান রতন জানান, এ বছর থেকে সিডনির বিডি হাব আয়োজন করতে যাচ্ছে চাঁদ রাত মেলা যেটা কিছুটা ভিন্ন আঙ্গিকে শুরু হতে যাচ্ছে। সিডনিতে বসবাসরত বাঙ্গালিদের সংস্কৃতি এবং প্রতিভা তুলে ধরার লক্ষে এই মেলার আয়োজন। মেলার দিন ধার্য করা হয়েছে পহেলা মে ২০২২।
তিনি আর জানান, বাঙ্গালি অতিথির পাশাপাশি এখানে উপস্থিত থাকবেন কিছু বিশেষ অতিথিও ।
সবাইকে চাঁদ রাতের এই বিশেষ আয়োজনে উপস্থিত থাকার আহবান জানিয়ে বিডি হাব সিডনি তাদের আলোচনা সভা শেষ করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বিডি হাবের সভাপতি আবুল সরকার, সাধারণ সম্পাদক আব্দুল খান রতন, জন্মভূমি টেলিভিশনের চেয়ারম্যান রেজা আরিফিন, নিউজ ডিরেক্টর নাইম আবদুল্লাহ, জন্মভূমি বেতারের সিইও সৈয়দ আকরাম উল্লাহ, শফিকুল আলম, শফিক শেখ, মো. নিরব, সৈয়দ মিঠু, সাজ্জাদ সিদ্দিক, নজরুল ইসলাম, মোহাম্মেদ লুতফুর রহমান, সাখাওয়াত হোসেন, সাংবাদিক সুরঞ্জিত বিস্বাস সুমন, সাংবাদিকরেদওয়ান আহমেদ, হায়দার আলি, পুরোবি পারোমিতা বোস, এলিজা আজাদ রহমান টুম্পা, নামিত, আয়শা কলি, নিলুফার ইয়াসমিন, মিলি ইসলামসহ অনেকে।