অস্ট্রেলিয়া ক্রিকেট টিমকে হুমকি দেওয়া পাকিস্থানী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব প্রদেশের পুলিশ।
পাকিস্তানে খেলতে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা শঙ্কায় থাকে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। তাই খুব সহজে সেখানে সফর করতে রাজি হয় না দেশগুলো ।
অস্ট্রেলিয়া টিম গত মাসে পাকিস্তান সফর করতে গিয়েছিলো ২৪ বছর পর। সফরটা নির্বিঘ্নে মাঠে গড়ানো গেলেও অজিদের ওপর হুমকি এসেছিল জঙ্গিদের থেকে ।
বৃহস্পতিবার হুমকি দেওয়া সেই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পাঞ্জাব প্রদেশের পুলিশ।
ওই ব্যক্তি অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফোনে হুমকি দিয়ে বলেছিলেন, লাহোরে কামিন্সদের ওপর হামলা হবে।
পাঞ্জাব পুলিশের কর্মকর্তা মুবাশির মাকেন জানান, সন্দেহভাজনের নাম ইরফান নাসির। তাকে লাহোর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে টোবাটেকসিং থেকে গ্রেফতার করা হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তিকে তার মোবাইল ফোনের প্রাপ্ত ডাটা বিশ্লেষণ করে খুঁজে বের করতে উঠেপড়ে লেগেছিল পুলিশ ও গোয়েন্দা সংস্থা। এখন তার বিরুদ্ধে ‘অ্যান্টি টেররিজম অ্যাক্ট’ ও ‘টেলিগ্রাফ অ্যাক্টের’ আওতায় মামলা দায়ের করা হয়েছে। ওই ব্যক্তির অন্য কোনও নিষিদ্ধ সংস্থার সঙ্গে যোগসূত্র রয়েছে কিনা, সেটিও খুঁজে দেখা হচ্ছে।
অজি টেস্ট দলের সদস্য স্পিনার অ্যাশটন অ্যাগারও হত্যার হুমকি পেয়েছিলেন সোশাল মিডিয়ায়। পরে দেখা গেছে, যে ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে হুমকি দেওয়া হয়েছিল সেটি ভুয়া।