‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ’বিশ্ব স্বাস্থ্য দিবস -২০২২’উপলক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন বি ব্লকের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয় । শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনের গোল চত্ত্বর প্রদক্ষিণ করে বটতলা হয়ে এ ব্লকের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস মোকাবেলায় অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। করোনা প্রতিরোধ ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ায় প্রথম এবং সারাবিশ্বে বাংলাদেশের অবস্থান ২৬তম। আমরা একদিনে ১ কোটি ২০ লক্ষ লোককে ভ্যাকসিন দেবার সক্ষমতা অর্জন করেছি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিকার অর্থেই ভ্যাকসিন হিরো।
জনগণের স্বাস্থ্যসেবা দেবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উদ্যোগ তুলে ধরে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ জানান, সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্যবীমা চালু হওয়া উচিত। আমাদের দেশে এখনো হার্ড টু রিচ এড়িয়া অর্থাৎ যে দুর্গম এলাকা রয়েছে, সেখানকার রোগীর চিকিৎসায় এয়ার এম্বুলেন্সের ব্যবস্থা করা প্রয়োজন। এসমস্ত জায়গায় যারা চিকিৎসা দেবেন তাদের জন্য ইনসেনটিভ দেবার ব্যবস্থা করতে হবে।
দেশে আরো বিশেষজ্ঞ চিকিৎসক বাড়ানোর তাগিদ দিয়ে উপাচার্য বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি লাখে একজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে অনেক বিষয়ে সে সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক নেই। এ বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির প্রতিষ্ঠান হিসেবে আমরা ইতোমধ্যে বিভিন্ন বিষয়ের কোর্সে শিক্ষার্থীদের আসন সংখ্যা বৃদ্ধি করেছি। নতুন নতুন কোর্স খুলেছি। ডেন্টাল, ফরেনসিক মেডিসিনের মত বিভাগে প্রোস্ট গ্রাডুয়েশনের চালু করেছি।
উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থায় উন্নয়নের ক্ষেত্রে এমন একটি ভূমিকা রাখবে যাতে আমরা আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করতে পারি।
উপাচার্য বলেন, সুপেয় ও বিশুদ্ধ পানি নিশ্চিত করতে হবে। জীবনে ডিসিপ্লিন মেনে চলা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকা, নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যের প্রতি গুরুত্ব দেবার পাশাপাশি ধুমপানের মত অপ্রয়োজনীয় অভ্যাস পরিত্যাগ করতে হবে।
উপাচার্য আরো বলেন, ইপিআইয়ের মাধ্যমে দেশে অনেক রোগকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সকলকে সচেতন করতে পারি।
শোভাযাত্রায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল
বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, বিশ্ববিদ্যালয়ের ককলিয়ার ইমপ্লান্ট প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. এএইচ এম জহিরুল হক (সাচ্চু), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথ, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, মানসিক রোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতেমা জোহুরা, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-২ সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী উপস্থিত ছিলেন ।