নওগাঁর মহাদেবপুর উপজেলার হাসানপুর দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে হিজাব পরাকে কেন্দ্র করে ১৮ শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। এর জের ধরে বিদ্যালয়ে হামলা-ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
হামলাকারীদের অভিযোগ, হিজাব পরে স্কুলে যাওয়ায় বুধবার এক শিক্ষিকা ১৮ শিক্ষার্থীকে বেত দিয়ে মারধর করেন। পরে এই ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে স্থানীয় কিছু অভিভাবক বিদ্যালয়ে হামলা-ভাঙচুর চালায়।
তবে অভিযুক্ত শিক্ষিকা বলেন, ‘স্কুল ড্রেস না পরায় শিক্ষার্থীদের মৃদু শাসন করা হয়েছে। এটিকে একটি মহল ধর্মীয় রঙ লাগিয়ে ইস্যুতে পরিণত করার চেষ্টা করছে।’
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ধরণীকান্ত বর্মণ বলেন, ‘বিষয়টি শুনেছি। অভিযুক্ত শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’
মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, ‘ঘটনা জানার পর সেখানে পুলিশ গিয়ে পরিস্থতি শান্ত করে।’