22.1 C
Sydney

দেশজুড়েনান্দাইলে ৯ কিমি সড়কে গতিরোধক ১২টি, যান চলাচলে ঝুঁকি

নান্দাইলে ৯ কিমি সড়কে গতিরোধক ১২টি, যান চলাচলে ঝুঁকি

প্রকাশের তারিখঃ

ময়মনসিংহ প্রতিনিধিঃ নান্দাইলে জনগুরুত্বপূর্ণ একটি সড়কের ৯ কিলোমিটারে রয়েছে ১২টি গতিরোধক। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। অনুমোদন না নিয়েই সড়ক ও জনপথের রাস্তায় গতিরোধক তৈরির কারণে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও রোগীরা। সড়কটি দেয়ানগঞ্জ থেকে মধুপুর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার। শুরুতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে থাকলেও সড়কটি প্রায় দুই বছর আগে সড়ক ও জনপথ বিভাগে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটি ত্রিশাল, গফরগাঁও, হোসেনপুর ও ঈশ্বরগঞ্জ উপজেলায় যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়ে প্রতিদিন যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। এ অঞ্চলে প্রচুর পরিমাণে কৃষি পণ্য উৎপাদন হওয়ায় ভারী যানবাহনের সংখ্যাও অনেক।

সরেজমিনে দেখা যায়, দেওয়ানগঞ্জ থেকে মধুপুর পর্যন্ত ৯ কিলোমিটার সড়কে ১২টি গতিরোধক রয়েছে। এর মধ্যে মহেষকুড়া ঈদগাহ মাঠের সামনে একটি, হাটশিরা প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি, হাটশিরা বাজারে দুটি, লোহিতপুর মসজিদের সামনে একটি, আলতাফের দোকানের সামনে একটি, বীরকামটখালী দক্ষিণ বাজারে দুটি, বীরকামটখালী উত্তর বাজারে দুটি, বীরকামটখালী জে বি উচ্চবিদ্যালয়ের সামনে একটি ও আব্দুল হেলিমের বাড়ির সামনে একটি গতিরোধক রয়েছে।

অটোরিকশাচালক সুজন মিয়া বলেন, ‘এ সড়কে গাড়ি চলাচলের খুব অসুবিধা হয়। একটু পর পর ব্রেক করতে হয়। অনেক সময় খেয়াল থাকে না। তখন গাড়িতে থাকা যাত্রীরা মারাত্মকভাবে ঝাঁকি খান। এতে গাড়ি ও যাত্রীদের সমস্যা হচ্ছে।’

নীলা আক্তার নামের এক যাত্রী জানান, ‘ছোট একটি মফস্বল এলাকার সড়ক। তার মধ্যে এত গতিরোধক নির্মাণ করা ঠিক হয়নি। এতে আমাদের সময়ের অপচয় হয়। অনেক সময় গাড়ি ব্রেক না দিলে উল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতিরোধকগুলো তুলে দেওয়ার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. বাবুল হোসেন জানান, ‘এ সড়কটি পূর্বে এলজিইডির অধীনে ছিল। প্রায় দুই বছর আগে সড়ক ও জনপথ বিভাগে হস্তান্তর করা হয়েছে। গতিরোধকগুলো আগের সময়েই করা হয়েছে। খুব শিগগিরই সড়কটি প্রশস্ত করা হবে। সে সময় গতিরোধকগুলো থাকবে না।’

সর্বশেষ

spot_img

জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

ডেইলি মার্ক নিউজে জনপ্রিয়

ভারত-বাংলাদেশের যৌথ অংশগ্রহণে ব্রেমেনে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন

মো. নাজিম উদ্দীন, ব্রেমেন প্রতিনিধি: বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা...

উজবেকিস্তানের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক স্বার্থে উজবেকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ...

প্রধানমন্ত্রী আগামী সেপ্টেম্বরে ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে : মোমেন

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী...

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার সিডনির কোগরার ফ্রাই রিজার্ভ ও মিন্টুতে আজকের ঈদুল ফিতরের...

ডেইলি মার্ক নিউজে সর্বশেষ
Latest

ইসরাইলের হামলায় ১৩ শিশুসহ নিহত ৩০

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা রোববার জানিয়েছে, ফিলিস্তিনি ভূখ-ের উত্তরাঞ্চলে...

ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বাইডেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত...

লেবাননের পূর্বাঞ্চলে ইসরাইলি হামলায় নিহত ৪০

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার প্রধান শহর বালবেকসহ দেশটির...

দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউস ট্রাম্পের

বিশ্বের কোটি কোটি মানুষকে তাক লাগিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে...