উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ থেকেঃ ময়মনসিংহে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ফজলুল হক ওরফে ফজলু আটক করেছে র্যাব। আটককৃত ফুলবাড়িয়ার বৈদ্যবাড়ি গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার ভোর রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে আটক করে র্যাব। র্যাব-১৪ সিপিএসসি ময়মনসিংহে কোম্পানী কমান্ডার মেজর আখের মোহাম্মদ জয়ের নেতৃত্বে এই অভিযান চলে।
র্যাবের কোম্পানী কমান্ডার আখের মোহাম্মদ জয় জানান, ১৯৯৩ সালে ময়মনসিংহ সদরের আজমতপুর এলাকায় ডাকাতি করতে গিয়ে ফজলুল হকসহ আন্যান্য আসামি একজনকে খুন করে। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৩৯(৪)৯৩, জিআর-২১০(২)৯৩, ধারা-৩৯৬ পেনাল কোড দায়ের হয়। আসামি ফজলুল হক মামলায় জামিনে এসে আত্মগোপন করে। পরবর্তীতে এই মামলায় তার ১০ বছরের সাজা হয়। এরপর থেকে পলাতক ফজলুল হক ফজলু বিভিন্ন ছদ্মবেশে বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে নানা পেশায় জীবন জীবিকা পরিচালনা করছে।
অবশেষে র্যাব-১৪ বিশেষ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ফজলুল হক ফজলুকে সনাক্ত করে বৃহস্পতিবার ভোর রাতে মিরপুর এলাকা থেকে আটক করে। আটককৃত সাজাপ্রাপ্ত আসামিকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।