উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ থেকেঃ ময়মনসিংহের মুক্তাগাছায় রমজানের শুরু থেকে গ্যাস সংকট ও ঘনঘন লোডশেডিং-এ নাভিশ্বাস হয়ে পড়েছেন মুক্তাগাছার মানুষ। একদিকে গ্যাস সংকট অন্য দিকে ঘনঘন লোডশেডিং। রমজানের প্রথম দিন থেকেই এ সমস্যা তীব্র আকার ধারণ করেছে।
সরেজমিনে বুধবার বিকাল থেকে সন্ধা অবদি বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে পাশাপাশি ইফতার ও তারাবির নামাজ আদায় পর্যন্ত অনেক স্থানেই বিদ্যুৎ নাই। কোথায় কোথায় বিদ্যুৎ এই আসে আবার এই যায়। বিদ্যুৎ ঠিক যেন গ্রাহকদের সাথে লুকোচুরি খেলছে। রমজানে বিদ্যুৎ না থাকাই দুর্বিষহ গরমে ইবাদত-বন্দেগি করতে হচ্ছে মুক্তাগাছার ধর্মপ্রাণ মুসলমানদের।
গ্যাস সংকট ও লোডশেডিং প্রসঙ্গে গৃহিণী মমতাজ জানান, দিনে ইফতার প্রস্তুতির মূহুর্তে গ্যাস ও বিদ্যুৎ কোনটিই থাকছে না। বাধ্যহয়ে একশ থেকে দেড়শ টাকা দিয়ে হোটেল থেকে ইফতার কিনতে হচ্ছে। রমজানের আগে গ্যাস বিদ্যুৎ ভালো ছিল কিন্তু রমজানের প্রথম দিন থেকে গ্যাস ও বিদ্যুৎ খুবই সমস্যা করছে।
অভিযোগ প্রসঙ্গে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ জিএম মো. আক্তার হোসেন জানান, দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ থাকেনা অভিযোগগুলো শতভাগ সত্য নয়। রমজানে বতর্মানে মুক্তাগাছায় বিদ্যুৎ এর চাহিদা ৬৭ মেগাওয়াট কিন্তু গ্যাস সংকট থাকায় আমরা সার্বিকভাবে ৩০ মেগাওয়াট সরবরাহ করতে পারছি। যে কারণে সাময়িকভাবে সমস্যা দেখা দিয়েছে। খুব দ্রুতই সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ময়মনসিংহের জোনাল বিপণন বিভাগের ব্যবস্থাপক আব্দুর রউফ বলছেন ভিন্ন কথা, গ্যাসের তীব্র সঙ্কট কথাটা ঠিক নয়, রমজানে চাহিদা বেশির বিপরীতে সরবরাহ কম, যে কারণে সাময়িক সমস্যা হচ্ছে। দু’ এক দিনের ভিতরে ঠিক হয়ে যাবে।