মোঃ উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ থেকেঃ পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ও উপজেলার দাপুনিয়া বাজারের যানজট, বাজার মনিটরিং বিষয়ে জনপ্রতিনিধি, দোকান মালিক ও এলাকার জনগণের সাথে কথা বলে দ্রব্যমূল্য সম্পর্কে খোঁজখবর নিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল। এ সময় তিনি ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য যাচাই করে দেখেন এবং বাজার ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি এইচ এম ইবনে মিজান, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ উদ্দিন, ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান, দাপুনিয়ার প্যানেল চেয়ারম্যান আনিসুল হক কাজল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ইজারাদার উপস্থিত ছিলেন।