সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।
ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে দ্রুত ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং সংশ্নিষ্ট কর্তৃপক্ষেরকে উদ্যোগ নিতে দাবি জানিয়েছেন স্থানীয়রা ।
স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় আম্পান-ইয়াসের প্রভাবে কপোতাক্ষ ও খোলপেটুয়ায় নদীর বাঁধ ভেঙে প্রায় ২ বছর ধরে প্রতাপনগর ইউনিয়নের ৩০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় জীবনযাপন করছে। এখন ফের বাঁধ ভেঙে আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় একজন জানান, চার দিন আগে প্রতাপনগরের রুইয়ারবিল গ্রামে কপোতাক্ষ নদের বেড়িবাঁধের প্রায় ২০০ ফুট এলাকায় আকস্মিক ভাঙন দেখা দেয়। অব্যাহত ভাঙনে মূল বেড়িবাঁধের প্রায় ৩০০ ফুটের অর্ধেকই নদীগর্ভে চলে গেছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে সামনের বর্ষা মৌসুমে ঝড় ও জলোচ্ছ্বাসে বাঁধ আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এতে প্রতাপনগরের প্রায় ২০ গ্রাম প্লাবিত হতে পারে।
প্রতাপনগরের শ্রীপুর ও কুড়িকাহানিয়া গ্রামের লঞ্চঘাটের উত্তর ও দক্ষিণ সীমানা এবং মাদারবাড়িয়া খেয়াঘাটা সংলগ্ন এলাকায়ও ভাঙন দেখা দিয়েছে।
মঙ্গলবার সকালে প্রতাপনগরের রুইয়ারবিল, কুড়িকাহানিয়া, সুভদ্রাকাটি, চাকলা ও মাদারবাড়িয়া এলাকার ক্ষতিগ্রন্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান।
এ সময় ইউএনও জানান, ভাঙন এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।