কেউ কেউ বাংলাদেশকে শ্রীলঙ্কার জায়গায় বসিয়ে রায় দেন বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, এ ধরনের মনোভাব মোটেও ঠিক নয়। দুই দেশের প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশ অপ্রয়োজনীয় কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করেনি। অতএব, শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হওয়ার কোনো কারণ নেই।ম
ঙ্গলবার দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, শ্রীলঙ্কার নাজুক পরিস্থিতি এখন আলোচিত হচ্ছে। এ নিয়ে গবেষকরা নানান কথা বলছেন। তবে বাংলাদেশ ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েই এগুচ্ছে। দ্রুত টেকসই উন্নয়নই শেখ হাসিনা সরকারের লক্ষ্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে অনলাইন প্লাটফর্মে যুক্ত হন তিনি। সভায় ১২টি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ১৭ কোটি টাকা।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম ও পরিকল্পনা কমিশনের সদস্যসহ সরকারের সাত সচিব এ বৈঠকে উপস্থিত ছিলেন।