অবন্ধুসুলভ দেশগুলোর নাগরিদের রাশিয়ার ভিসাপ্রাপ্তিতে কড়াকড়ি আরোপ করতে নির্দেশনা জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার জবাবে সোমবার এ ডিক্রিতে স্বাক্ষর করেছেন তিনি।
স্বাক্ষরের সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের এই ডিক্রি কার্যকর হয়েছে।
নতুন নির্দেশনায় ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের নাগরিকদের ভিসা দেওয়া বাতিল করা হয়। এসব দেশের মধ্যে রয়েছে নরওয়ে, সুইজারল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ড ।
ডিক্রি বাস্তবায়নে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য নীতিনির্ধারক প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, এখন থেকে বিদেশি নাগরিক ও রাষ্ট্রহীন মানুষদের রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো কঠোর নীতিমালা অনুসরণ করবে।
গত মাসে ইউক্রেনে সামরিক অভিযানের পর কোনো কোনো দেশ বন্ধু, আর কোনো কোনো দেশ বন্ধু নয়—এমন তালিকা তৈরি করেছে রাশিয়া। বন্ধু নয় এমন দেশের তালিকায় রয়েছে আলবেনিয়া, অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকেই পূর্ব ইউরোপের এ দেশটিতে অভিযান অব্যাহত রয়েছে।