23.7 C
Sydney

এক্সক্লুসিভসবাইকে নিয়ে কাজ করে বিএসএমএমইউকে এগিয়ে নিতে চাই: ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ

সবাইকে নিয়ে কাজ করে বিএসএমএমইউকে এগিয়ে নিতে চাই: ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ

প্রকাশের তারিখঃ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ( বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদের দায়িত্ব গ্রহণের ১ বছরের গৃহীত বিশেষ কার্যক্রম সমূহ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৯ মার্চ বেলা ১১টায় শহীদ ডা. মিল্টন হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর চিকিৎসা শিক্ষা, চিকিৎসা সেবা ও গবেষণাসহ জাতির পিতার নামে প্রতিষ্ঠিত প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গত এক বছরে চেষ্টার কোনো ত্রুটি ছিলো না। শুধু প্রশংসা নয়, গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করছি। আমি মনে করি, গঠনমূলক সমালোচনা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে। গত এক বছরের মতো আগামী দিনেও সবাইকে নিয়ে কাজ করতে চাই। সবার সহযোগিতার ফলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে ধারাবাহিকতা শুরু করতে পেরেছি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশিত গবেষণা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং এই কার্যক্রম আরো জোরদার গতিতে নেওয়া হবে। চিকিৎসাসেবার ক্ষেত্রেও দেশের প্রধানতম প্রতিষ্ঠান হিসেবে বিশ্বমানের চিকিৎসাসেবা ও সকল ধরণের রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, অত্র বিশ্ববিদ্যালয়ের অধীনে চালু হওয়ার অপেক্ষায় থাকা দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু হলে রোগীদেরকে চিকিৎসাসেবার জন্য আর বিদেশে যেতে হবে না।

গত এক বছরের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান উচ্চতর চিকিৎসা শিক্ষা কার্যক্রম আরো গতিশীল ও সম্প্রসারণ করার সাথে সাথে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে আন্ডার গ্রাজুয়েট কোর্সও চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সালাহউদ্দিন শাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান।

সর্বশেষ

spot_img

জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

ডেইলি মার্ক নিউজে জনপ্রিয়

ভারত-বাংলাদেশের যৌথ অংশগ্রহণে ব্রেমেনে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন

মো. নাজিম উদ্দীন, ব্রেমেন প্রতিনিধি: বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা...

উজবেকিস্তানের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক স্বার্থে উজবেকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ...

প্রধানমন্ত্রী আগামী সেপ্টেম্বরে ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে : মোমেন

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী...

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ার সিডনির কোগরার ফ্রাই রিজার্ভ ও মিন্টুতে আজকের ঈদুল ফিতরের...

ডেইলি মার্ক নিউজে সর্বশেষ
Latest

ইসরাইলের হামলায় ১৩ শিশুসহ নিহত ৩০

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা রোববার জানিয়েছে, ফিলিস্তিনি ভূখ-ের উত্তরাঞ্চলে...

ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বাইডেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত...

লেবাননের পূর্বাঞ্চলে ইসরাইলি হামলায় নিহত ৪০

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার প্রধান শহর বালবেকসহ দেশটির...

দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউস ট্রাম্পের

বিশ্বের কোটি কোটি মানুষকে তাক লাগিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে...