গোপালগঞ্জে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে পাঁচদিনে মোট ৪৫শ ৯ জন রোগী বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনামূল্য ঔষধ নিয়েছেন।
বুধবার সকাল ১০টায় জেলার টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক গিমাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ৫ম দিনের এ স্বাস্থ্যসেবা কর্মসূচি শুরু হয়। বিকাল তিনটা পর্যন্ত এ সেবা কার্যক্রমে ১২শ ২৫ জন রোগী সেবা নিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় ফের আবার এ ফ্রি ক্যাম্প শুরু হবে।
ফ্রি মেডিকেল ক্যাম্পের পঞ্চমদিনে
শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের স্বাচিপ সমর্থিত চিকিৎসকদের সাথে খুলনা মেডিকেল কলেজ ও খুলনা জেলা স্বাচিপের বিশেষজ্ঞ চিকিৎসকরা আগত রোগীদের সেবা প্রদান করেন।
এ বিষয়ে স্বাচিপের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা এমএ আজিজ বলেন, আজ আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পের পঞ্চম দিন। এখনো রোগীদের উপচে ভিড় রয়েছে।রোগীদের সেবার জন্য পর্যাপ্ত ঔষধ রযেছে। পাশাপাশি রোগীদের জন্য বাকী দুদিনও পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক প্রস্তুত রয়েছেন। ইনসাললাহ বাকী দিনগুলোতে আমরা সফলভাবে রোগীদের সেবা দিতে পারব।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত শনিবার ১০ টায় স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা এমএ আজিজের উপস্থিতিতে প্রধান অতিথি হয়ে এ কর্মসূচির উদ্ধোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য শেখ ফজুলুল করিম সেলিম। এদিন বিভিন্ন বিভাগের দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা ৪৯৩জন রোগী চিকিৎসা পরামর্শ প্রদান করেন এবং তাদের মাঝে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। দ্বিতীয় দিনে ৮৮৯ জন রোগী সেবা নিয়েছেন। তৃতীয় দিনে সবচেয়ে বেশী সংখ্যক রোগী ১৬৪৩ জন রোগী সেবা নিয়েছেন। কর্মসূচির ৪র্থ দিনে ১১শ ৪৮ জন রোগী সেবা নিয়েছেন। সপ্তাহব্যাপী চলা এ কর্মসূচির ৫ম দিনে ১২শ ২৫ জন রোগী সেবা নিয়েছেন।
এ কর্মসূচি আগামী ২৫ মার্চ শেষ হবে।