গোপালগঞ্জে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে চতুর্থ দিনে ১১শ ৪৮ জন রোগী বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনামূল্য ঔষধ নিয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক গিমাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির এ স্বাস্থ্যসেবা কর্মসূচি শুরু হয়। বিকাল তিনটা পর্যন্ত এ সেবা কার্যক্রম চলে। বুধবার সকাল ১০টায় ফের আবার এ ফ্রি ক্যাম্প শুরু হবে।
স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা এমএ আজিজ ঢাকা থেকে সার্বক্ষণিক চিকিৎসাসেবা কার্যক্রম তদারকি করেন। স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা এমএ আজিজ বলেন, আমাদের হেলথ ক্যাম্পের আজ চতুর্থ দিন। আরও তিনদিন কার্যক্রম চলবে। প্রতিদিনের মতো আজও ৬০জন চিকিৎসক রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দিয়েছেন। ১০টি বুথে এ সেবা কার্যক্রম চালানো হচ্ছে। যথারীতি বিনামূল্যে আগত সেবাগ্রহীতাদের ঔষধ প্রদান করা হয়েছে।
শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা জাকির হোসাইন, গোপালগঞ্জ জেলা স্বাচিপের যুগ্ম সাধারণ সম্পাদক শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা শেখ আব্দুল আল মাহামুদের নেতৃত্বের ৪র্থ হেলথ ক্যাম্প পরিচালিত হয়।
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে গত শনিবার ১০ টায় এ কর্মসূচির শুভ উদ্ধোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য শেখ ফজুলুল করিম সেলিম। এদিন বিভিন্ন বিভাগের দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা ৪৯৩জন রোগী চিকিৎসা পরামর্শ প্রদান করেন এবং তাদের মাঝে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। দ্বিতীয় দিনে ৮৮৯ জন রোগী সেবা নিয়েছেন। এ স্বাস্থ্যসেবা কর্মসূচি আগামী ২৫ মার্চ শেষ হবে। তৃতীয় দিনে সবচেয়ে বেশী সংখ্যক রোগী ১৬৪৩ জন রোগী সেবা নিয়েছেন।