হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, মহান মুক্তিযুদ্ধের মহানায়ক স্বাধীনতার ঘোষক,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে দ্বিতীয় দিন চিকিৎসা পরামর্শ ও বিনামূল্য ঔষধ নিয়েছেন ৮৮৯ জন রোগি।
রোববার সকাল নটায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক গিমাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির দ্বিতীয় দিনের মতো এ স্বাস্থ্যসেবা কর্মসূচি শুরু হয়। বিকাল তিনটা পর্যন্ত এ সেবাকার্যক্রম চলে। সোমবার সকাল নটায় ফের আবার এ ফ্রি ক্যাম্প শুরু হবে।
স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা এমএ আজিজ সার্বক্ষণিক চিকিৎসাসেবা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পর্কে স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা এমএ আজিজ বলেন, প্রথম দিনের চেয়ে অনেক বেশী রোগীর আগমন ঘটেছে। গতকাল শবেরাতের কারণ রোগীর ভিড় কম ছিল।রোগীর চাপ সামলানোর জন্য বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা মডেল প্রাথমিক বিদ্যালয়ের নির্ধারিত বুথের চেয়ে আরো বুথ বাড়ানো হয়েছে। গতকালের মত আজও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের চিকিৎসকদের সাথে ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরেরা আগত রোগীদের সেবা প্রদান করেছেন।
শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা জাকির হোসেন বলেন, স্বাচিপের সপ্তাহব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পে সেবাগ্রহীতা রোগীদের মাঝে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণের বিষয়টি নতুন মাত্রা যোগ করেছে। বিনামূল্যে ঔষধ বিতরণের
ফলে সুবিধাবঞ্চিত রোগীরা স্বাচ্ছন্দবোধ করছেন।
এ ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, কার্ডওলজি, মা ও প্রসূতি, চক্ষু, নাক,কান ও গলা, সার্জারি, চর্মরোগ, শিশুরোগ বিভাগ, অর্থোপেডিক্স, ডেন্টিস্ট্রি,নিউরো সার্জারি বিভাগে দেশবরেণ্য চিকিৎসকরা সেবা দিয়ে আসছে।
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে গত শনিবার ১০ টায় এ কর্মসূচির শুভ উদ্ধোধন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য শেখ ফজুলুল করিম সেলিম। এদিন বিভিন্ন বিভাগের দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা ৪৯৩জন রোগী চিকিৎসা পরামর্শ প্রদান করেন এবং তাদের মাঝে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এ স্বাস্থ্যসেবা কর্মসূচি আগামী ২৫ মার্চ শেষ হবে।