ভারতীয় পেসার শ্রীশান্তের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়েছে ২০১১ সালে। এরপর নানা চড়াই-উৎরাই পেরিয়েছেন এই ডানহাতি পেসার। ক্রিকেটের বাইরে ছিলেন। বলিউডে অভিনয়ও করেছেন। আবার ফিরেছেন ক্রিকেটে। বুধবার ৩৯ বছর বয়সী ওই শ্রীশান্ত ঘরোয়া ক্রিকেটকে বিদায় বললেন।
রঞ্জি ট্রফিতে ২০১১-২২ মৌসুমে সর্বশেষ ম্যাচ খেলেছেন তিনি। তরুণদের সুযোগ করে দিতে অবসরের ঘোষণা বলে উল্লেখ করেছেন এই পেসার। টুইটার বার্তায় লিখেছেন, ‘ক্রিকেটকে বিদায় বলায় বিঘণ্ণ। তবে কোন আক্ষেপ নেই।’
শ্রীশান্তের ভারতের জার্সিতে ২০০৫ সালে অভিষেক হয়। তিনি ৫৩ ম্যাচে ৭৫ উইকেট নিয়েছেন। এছাড়া দেশের জার্সিতে ২৭ টেস্ট খেলে নিয়েছেন ৮৭ উইকেট। ভারতের ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন দশ টি-২০ খেলা এই পেসার।
নিষেধাজ্ঞার কারণে তার আন্তর্জাতিক ক্যারিয়ার সমৃদ্ধ না হলেও ঘরোয়া ক্রিকেটে ২৫ বছর মাঠে থেকেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২১৩ এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ১২৪ উইকেট নিয়েছেন। টি-২০ উইকেট নিয়েছেন ৫৪টি।
অবসরের বিষয়ে শ্রীশান্ত বলেন, ‘২৫ বছরের ক্যারিয়ারে সবসময় জিততে চেয়েছি। সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়েছি। আমার পরিবার, বন্ধু, সতীর্থ এবং ভারতীয়দের জন্য ক্রিকেট খেলতে পেরে আমি গর্বিত। ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে, এবার আমি ঘরোয়া ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি। আমি চাই, তরুণরা আগামীর জন্য তৈরি হোক।’